নয়াদিল্লি, 22 এপ্রিল: দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে আদালতে মিথ্যা বলেছে ইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সোমবার এমনই অভিযোগ করলেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী ৷ তাঁর অভিযোগ, "ইডির আধিকারিকরা আদালতে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ডায়াবেটিসের বিষয়ে জানার জন্য এইমস্-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়েছে ৷ তাঁরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে ইনসুলিন দেওয়ার প্রয়োজন নেই ৷ এমনকি, মুখ্যমন্ত্রীর জন্য একটি ডায়েট চার্টও বানিয়েছেন তাঁরা ৷ কিন্তু তাঁদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ৷" এধরণের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানিয়েছেন আপ-এর এই নেত্রী ৷
অতিশী আরও দাবি করেন, ডায়েট চার্টটি কোনও এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটিস বিশেষজ্ঞ দ্বারা তৈরি করা হয়নি ৷ একজন ডায়েটিশিয়ান তৈরি করেন ওই চার্ট । আপ মন্ত্রী বলেন, "আমরা সবাই জানি ডায়েটিশিয়ানরা কোনও এমবিবিএস চিকিৎসক নন ৷ সেই ডায়েট চার্টের ভিত্তিতেই তাঁরা আদালতে বলেছেন কেজরিওয়ালের ইনসুলিনের প্রয়োজন নেই ৷" সুতরাং সম্পূর্ণ বিষয়টি মিথ্যা বলে দাবি অতিশীর ৷