রাঁচি, 1 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বৃহস্পতিবার ইডি'র বিশেষ আদালতে পেশ করা হয়। শুনানি শেষে হেমন্ত সোরেনকে আপাতত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক ৷ যদিও এদিন আদালতে ইডি হেমন্তকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল ৷ সেই আবেদনের বিষয়ে আদালত অবশ্য নির্দেশ রিজার্ভ রেখেছে। আদালত সূত্রে খবর আগামিকাল অর্থাৎ, শুক্রবার হেমন্ত সোরেন মামলার রায় দেবেন বিচারক।
ঝাড়খণ্ডের রাজনীতিতে নয়া নাটক ৷ বুধবারই ইডি'র জিজ্ঞাসাবাদের মাঝেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন হেমন্ত সোরেন ৷ এরপরই তাঁকে সরকারিভাবে গ্রেফতার করা হয়। সংবাদ সংস্থা এএনআইয়ের দাবি, পরিবহন মন্ত্রী চম্পাই সোরেনকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে ৷ দীর্ঘ আলাপ আলোচনার পর বুধবার সন্ধ্যায় শাসক জোটের বিধায়কদের নিয়ে রাজভবনে যান হেমন্ত ৷ সেখানেই রাজ্যপালের হাতে পদত্যাগ পত্র তুলে দেন তিনি ৷