নয়াদিল্লি, 11 জুন: চিনের সঙ্গে সীমান্তে অবশিষ্ট সমস্যাগুলি সমাধানের দিকে এবার নজর দেবে ভারত ৷ দ্বিতীয়বার বিদেশমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার এই কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ একই সঙ্গে আগামিদিনে ভারতের বিদেশনীতি কোন পথে এগোবে, সেই বিষয়টিও তিনি তুলে ধরেন ৷ জয়শঙ্করের কথায়, ‘সর্বাগ্রে ভারত’ ও ‘বৈসুধৈব কুটুম্বকমে’র পথেই আগামিদিনে ভারতের বিদেশনীতি এগিয়ে যাবে ৷
নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর যে মন্ত্রিসভা তৈরি করেছেন, সেখানে যে কয়জন আগেরবারের মন্ত্রক ধরে রাখতে পেরেছেন, তাঁদের মধ্যে রয়েছেন 69 বছর বয়সী প্রাক্তন আমলা জয়শঙ্কর ৷ মঙ্গলবারই তিনি বিদেশমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন দ্বিতীয়বারের জন্য ৷ তার পরই তিনি চিন প্রসঙ্গে মুখ খুলেছেন ৷ তিনি বলেন, "চিনের ব্যাপারে আমাদের ফোকাস থাকবে কিভাবে বাকি সমস্যাগুলো সমাধান করা যায় ।" উল্লেখ্য, ভারতীয় ও চিনা সামরিক বাহিনী 2020 সালের মে থেকে একটি অচলাবস্থায় আটকে রয়েছে ৷ এর ফলে পূর্ব লাদাখে চার বছর ধরে চিনের সঙ্গে সীমান্তে সমস্যা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন অব্যাহত রেখেছে ৷
পাশাপাশি পাকিস্তানের দিক থেকে সীমান্তপারের সন্ত্রাস প্রসঙ্গেও মত প্রকাশ করেছেন তিনি ৷ এই বিষয়টিরও এবার সমাধান প্রয়োজন বলেই তিনি মনে করেন ৷ তাঁর কথায়, "পাকিস্তানের সঙ্গে, আমাদের সন্ত্রাসবাদের ইস্যু আছে - আন্তঃসীমান্ত সন্ত্রাস - আমরা কিভাবে এর সমাধান খুঁজে পাব... এটা ভালো প্রতিবেশীর নীতি হতে পারে না ।"