চৌতুপ্পল (হায়দরাবাদ), 10 ফেব্রুয়ারি:ছেলে কেন স্কুল থেকে দেরি করে বাড়ি ফিরেছে ৷ রাগের চোটে মদ্যপ অবস্থায় ছেলেকে মারতে শুরু করেন বাবা ৷ বুকে, মুখে, পেটে ঘুষি-লাথি মারতে থাকে ছেলেকে ৷ এরপরই জ্ঞানশূন্য হয়ে মাটিতে পড়ে যায় বছর চোদ্দোর ওই নাবালক ৷ তারপরই তাকে হাসপাতালে নিয়ে যেতে মৃত ঘোষণা করা হয় ৷ আইনি গেরো ও হাজতবাস এড়াতে তড়িঘড়ি ছেলের শেষকৃত্যর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয় ৷ তখনই পুলিশ পৌঁছয় সেখানে ৷
শনিবার রাতে হায়দরাবাদের ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার চৌতুপ্পলে ঘটনাটি ঘটেছে ৷ স্থানীয়রা বলছেন, বাবার বেধড়ক মারধরের জন্য ছেলের মৃত্যু হয়েছে ৷ চৌতুপ্পল থানার সিআই মনমধ কুমারের মতে, "চৌতুপ্পলের আরেগুডেমের লরিচালক কাট্টা সাইদুলু ও তার স্ত্রী নাগামণি তাদের তিন ছেলের সঙ্গে থাকে ৷ তাদের ছোট ছেলে ভানু প্রসাদ, একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্র ৷ শনিবার স্কুলে একটি অনুষ্ঠান ছিল ৷ সেখানে অংশগ্রহণ করেছিল সে ৷ তাই দেরি হয়ে যায় বাড়ি ফিরতে ৷"