প্রয়াগরাজ, 2 জানুয়ারি: দেশজুড়ে আজ পালিত হচ্ছে বসন্ত পঞ্চমী ৷ ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো উপলক্ষে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোমবার বসন্ত পঞ্চমী উপলক্ষে প্রয়াগরাজের মহাসঙ্গমে অমৃতস্নান রয়েছে ৷ তাই পুণ্যার্থীদের ভিড় হবে প্রবল ৷ মৌনি অমাবস্যায় শহী স্নানে যে অঘটন ঘটেছে তার থেকে সদা সতর্ক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তাই 10টি কড়া আদেশ দিলেন প্রশাসনকে ৷
গত 29 জানুয়ারি মহাকুম্ভে কোটি কোটি ভক্তের সমাগমে দ্বিতীয় শাহী স্নানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 30 জন পুণ্যার্থীর ৷ তার মধ্য়ে বাংলার অনেকেই রয়েছেন ৷ মৌনি অমাবস্যায় ওই দুর্ঘটনায় আহত হয়েছেন 60 জন ৷ এই ঘটনার আগে ও পরে আগুন লাগারও ঘটনা ঘটেছে ৷ একের পর এক দুর্ঘটনাকে নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। কার্যত, মহাসঙ্গমে অমৃতস্নানকে ঘিরে যোগী সরকারের ব্যবস্থাপনা প্রশ্নের মুখে পড়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। আরও নিরাপত্তা আঁটোসাঁটো হয়েছে প্রয়াগরাজে।
অন্যদিকে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার মুখ্যমন্ত্রী যোগী বসন্ত পঞ্চমীর অমৃত স্নান নিয়ে প্রশাসনকে কড়া নির্দশিকা দিয়েছেন ৷ কী সেগুলি?
মুখ্যমন্ত্রী যোগীর নির্দেশিকা
- পার্কিংয়ের জায়গা বাড়াতে হবে যাতে ভক্তদের বেশি হাঁটতে না-হয়।
- এসপি পর্যায়ের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক ব্যবস্থা পরিচালনার দায়িত্ব নিতে হবে।
- আগত পুণ্যার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, দেখবেন যাতে কেউ বিরক্ত না-হয়।
- প্রয়োজনে এলাকার কৃষকের জমি নিয়ে তার ওপর পার্কিং করুন, যাতে কোথাও যানজট না-হয়।
- যেখানেই ভিড় দেখা যাবে তৎক্ষণাৎ, অফিসারদের কন্ট্রোল রুম থেকে নজর রাখতে হবে।
- কোনও ধরনের 'ভিআইপি প্রোটোকল' নেই, কর্মকর্তাদের এবিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে।
- এলেমেলোভাবে বাস পার্ক করা যাবে না৷ কারণ, এতে যান চলাচল ব্যাহত হতে পারে। এবিষয়ে পরিবহণ দফতরের নজর রাখবে ৷
- স্পর্শকাতর স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
- পন্টুন ব্রিজগুলিতে সঠিকভাবে পরিচালনা করতে হবে। বিশেষ দল যেন তার জন্য প্রস্তু থাকে।
- যেখানে ভিড় বেশি সেখানে অভিজ্ঞ কর্মকর্তাদের দায়িত্ব থাকবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ৷
আগামিকালের জন্য আজ সন্ধ্যা থেকেই ভিড় জমাতে শুরু করবেন লক্ষাধিক ভক্ত ৷ ভারতে নেপালের রাষ্ট্রদূত শঙ্কর শর্মা শনিবার প্রয়াগরাজে সঙ্গমে 'পুণ্যে'র ডুব দিয়েছেন । বহু বিশিষ্ট ব্যক্তিও এই মহাকুম্ভ মেলায় হাজির হয়েছেন শুরু হওয়ার পর থেকে ৷ সরকারের তরফে কড়া নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে ত্রিবেণী সঙ্গম এলাকা ৷ মৌনি অমাবস্যায় যা ভুল হয়েছে তা দূর করার চেষ্টা চলছে। কীভাবে, কোন পথে পুণ্যার্থী যাবেন, কোন পথ এড়িয়ে চলবেন— সব কিছুর নির্দেশিকা যেন স্পষ্ট ভাবে দেওয়া থাকে, এই বিষয়টি দেখার নির্দেশও দেওয়া হয়েছে।