নয়াদিল্লি, 8 অক্টোবর:লোকসভা নির্বাচনের 4 মাস পর প্রথম বিধানসভা ভোটেই ভালো ফল বিজেপির। রাজনৈতিক বিশেষজ্ঞদের কার্যত অবাক করে বিজেপি হরিয়ানায় ক্ষমতায় ফিরল। এক্সিট পোলের বক্তব্য সম্পূর্ণ ভুল প্রমাণিত হল। ভোটের 6 মাস আগে নতুন মুখ্যমন্ত্রী এনে যে বিজেপি মাস্টারস্ট্রোক দিয়েছে তাতে আর কোনও সংশয় নেই ।
হরিয়ানায় বিজেপি পেয়েছে 48টি আসন । কংগ্রেসের পক্ষে গিয়েছে 37টি আসন। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল 2টি এবং অনান্যরা পেয়েছে 3টি আসন । একটিও আসন পায়নি দুষ্যন্ত চৌটালার জেজেপি । খালি হাতে ফিরতে হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপকেও ।
10 বছর বাদে বিজেপিকে হারিয়ে 36 সম্প্রদায়ের রাজ্য হরিয়ানায় ক্ষমতায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল কংগ্রেস। বুথফেরত সমীক্ষাও কংগ্রেসকে এগিয়ে রেখেছিল। শুরুটা ভালোই করেছিল হাত শিবির। ফলাফল প্রকাশিত হতে শুরু করার অব্যবহিত পর থেকেই এগোতে থাকে কংগ্রেস। একসময় 60টি আসনে এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থীরা। হরিয়ানার হাত শিবিরে উৎসবও শুরু হয়ে গিয়েছিল। দশটার পর থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পরিস্থিতি। বিজেপির আসন সংখ্যা বাড়তে থাকে। এরপর আর হাত শিবির বিজেপির নাগাল পায়নি। দুপুরের দিকে অবশ্য কংগ্রেস বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছিল। এমনটাও মনে হচ্ছিল, কোনও একটি দল সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে । তবে শেষমেষশ হাসি ফুটল বিজেপির মুখে ।
গণনার ফল আপলোডে দেরি, দাবি খারিজ কমিশনের
কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল কমিশনের ওয়েবসাইটে আপডেট হতে স্বাভাবিকের থেকে বেশি সময় লেগেছে । আর এখানেই কংগ্রেসের নেতা-কর্মীদের প্রশ্ন তাহলে কি ভোট গণনায় কোনও কারচুপি হয়েছে ? কংগ্রেসের এই দাবি সম্পূর্ণ খারিজ করেছে নির্বাচন কমিশন । তাদের দাবি, কংগ্রেসের অভিযোগ, দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন । এমন দাবি প্রমাণিতও নয় ।