পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেজরির বিরুদ্ধে এনআইএ তদন্তের প্রস্তাব দিল্লির এলজি'র; বিজেপির ষড়যন্ত্র, বলছে আপ - Arvind Kejriwal - ARVIND KEJRIWAL

Arvind Kejriwal: অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের প্রস্তাব দিলেন দিল্লির এলজি ভিকে সাক্সেনা ৷ একে বিজেপির ষড়যন্ত্র বলছে আপ ৷

ETV BHARAT
অরবিন্দ কেজরিওয়াল (ছবি: নিজস্ব চিত্র)

By PTI

Published : May 6, 2024, 8:05 PM IST

নয়াদিল্লি, 6 মে: নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন 'শিখস ফর জাস্টিস'-এর থেকে রাজনৈতিক তহবিল পাওয়ার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা ৷ রাজ নিবাস সূত্র সোমবার এ কথা জানিয়েছে । এই সুপারিশকে বিজেপির নির্দেশে কেজরিওয়ালের বিরুদ্ধে আরও একটি ষড়যন্ত্র হিসেবেই দেখছে আম আদমি পার্টি ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কাছে একটি চিঠিতে লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় বলেছে, সাক্সেনা অভিযোগ পেয়েছেন যে, কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ দেবেন্দ্র পাল ভুল্লারের মুক্তির সুবিধে করে দেওয়ার জন্য চরমপন্থী খালিস্তানি গোষ্ঠীগুলির কাছ থেকে 16 মিলিয়ন মার্কিন ডলার অর্থ নিয়েছেন । 1993 সালে দিল্লিতে বোমা বিস্ফোরণে নয়জন নিহত হওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছিল অমৃতসর কেন্দ্রীয় কারাগারে বন্দি ভুল্লারকে। 2001 সালের 25 অগস্ট টাডার আদালত তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং সুপ্রিম কোর্ট তাঁর মৃত্যুদণ্ডের শাস্তি কমানোর পর যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে ভুল্লার । অভিযোগকারী কেজরিওয়ালের বিরুদ্ধে যে বৈদ্যুতিন প্রমাণগুলি দিয়েছেন, তার ফরেনসিক পরীক্ষা-সহ তদন্তের প্রয়োজন বলে সাক্সেনা চিঠিতে জানিয়েছেন বলে দাবি করেছে সূত্র ।

অভিযোগটি একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে এবং একটি নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন থেকে প্রাপ্ত রাজনৈতিক অর্থায়নের সঙ্গে সম্পর্কিত বলে চিঠিতে জানানো হয়েছে । লোকসভা নির্বাচনকে সামনে রেখে যেদিন কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি বিবেচনা করার কথা সুপ্রিম কোর্টের, তার ঠিক একদিন আগেই এই পদক্ষেপ করা হয়েছে । তিহাড় জেলে বন্দি আপ প্রধানকে আবগারি নীতির মানি লন্ডারিং মামলায় 21 মার্চ গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

সূত্র জানিয়েছে, অভিযোগে খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনের প্রকাশিত একটি ভিডিয়োর উল্লেখ রয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে, কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ 2014 থেকে 2022 সালের মধ্যে খালিস্তানি গোষ্ঠীগুলির কাছ থেকে 16 মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে ৷ এলজির কাছে অভিযোগে, এটাও অভিযোগ করা হয়েছে যে, কেজরিওয়াল 2014 সালে নিউইয়র্কের গুরুদ্বারা রিচমন্ড হিলস-এ খালিস্তানি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন । সেখানেই ভুল্লারের মুক্তিতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরি ৷

সোশাল মিডিয়ায় একাধিক পোস্টে একজন প্রাক্তন এএপি কর্মী মুনীশ কুমার রাইজাদা খালিস্তানি নেতাদের সঙ্গে কেজরিওয়ালের বৈঠকের সেই ছবিও শেয়ার করেছেন বলে অভিযোগে জানানো হয়েছে ।

আপ নেতা এবং দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ একে কেজরিওয়ালের বিরুদ্ধে আরও একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে ৷ তাঁর কথায়, "তাঁরা দিল্লির সাতটি আসন হারাচ্ছে এবং লোকসভা নির্বাচনে পরাজয়ের ভয়ে বিচলিত হয়েছে ৷" স্বাস্থ্যগত কারণে 2015 সালের জুনে ভুল্লারকে দিল্লির তিহাড় জেল থেকে অমৃতসর কেন্দ্রীয় সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়েছিল । (পিটিআই)

আরও পড়ুন:

  1. তিহাড়ে কেজরিওয়ালের পাশের সেলেই কয়েদিদের সংঘর্ষ! মৃত এক
  2. জামিন পেতে তিহাড়ে আম-মিষ্টি খেয়ে সুগার বাড়াচ্ছেন কেজরিওয়াল ! ডায়েট চার্ট তলব আদালতের
  3. দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ! কেজরিওয়ালকে আশ্বস্ত করলেন প্রধান বিচারপতি

ABOUT THE AUTHOR

...view details