নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: গোপনীয় এবং প্রমাণিত হয়নি এমন তথ্য ফাঁস থেকে ইডিকে আটকানোর দাবি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র ৷ তাঁর এই মামলার শুনানি শেষে বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখল আদালত ৷ বিচারপতি সুব্রম্যনমের বেঞ্চ শুক্রবার অর্থাৎ 23 ফেব্রুয়ারি রায় ঘোষণা করবে বলে জানিয়েছে । এ দিন দিল্লি হাইকোর্টে মামলার শুনানির সময় ইডি'র তরফের আইনজীবী দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও তথ্য ফাঁস করেনি এবং এটি খবরের উৎস সম্পর্কে অবগত নয় । বরিষ্ঠ আইনজীবী রেবেকা জন মহুয়া মৈত্রের পক্ষে সওয়াল করেন ৷ তিনি বলেন, "ইডি ফেমা (ফরেন এক্সেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) লঙ্ঘনের তদন্ত সম্পর্কিত মামলায় গোপনীয় তথ্য ফাঁস করছে ।"
মহুয়া মৈত্র ইডির মামলায় 19টি মিডিয়া হাউসকে অসমাপ্ত, মিথ্যা এবং মানহানিকর তথ্য প্রকাশ করা থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন । এখানে বলে রাখা দরকার, ইডি 14 এবং 20 ফেব্রুয়ারি ফেমা লঙ্ঘনের ক্ষেত্রে মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করেছিল । মহুয়ার আর্জিতে বলা হয়েছে, মিডিয়ায় যা ইচ্ছা খবর চালানো হচ্ছে । তিনি ফেমা লঙ্ঘনের বিষয়ে ইডি'র তদন্তের সহযোগিতা করছেন । আইনজীবী রেবেকা জন বলেছেন, ইডি মহুয়া মৈত্রের সঙ্গে কথোপকথনের সমস্ত তথ্য ফাঁস করে দিচ্ছে এবং এটি সংবাদ হিসাবে প্রকাশিত হচ্ছে ।