নয়াদিল্লি, 4 এপ্রিল: দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷
এই মামলা দায়ের করেছিলেন হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্তা ৷ তিনি তাঁর আবেদনে জানান যে গ্রেফতার হওয়ার জেরে সাংবিধানিক বিশ্বাস ভেঙেছেন কেজরিওয়াল ৷ তাই তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হোক ৷ তাছাড়া আবেদনে জানানো হয় যে কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকে দিল্লি সরকারের মন্ত্রিসভার একটিও বৈঠক হয়নি ৷
যদিও এ দিন হাইকোর্ট ব্যক্তিগত বিশেষাধিকারের উপর জাতীয় স্বার্থের প্রাধান্যকে জোর দিয়েছে ৷ কিন্তু ইঙ্গিত দিয়েছে যে একজন মুখ্যমন্ত্রীকে অপসারণ করা আদালতের এক্তিয়ারের বাইরে পড়ে । আদালত বলেছে, “অনেক সময় ব্যক্তিগত স্বার্থকে জাতীয় স্বার্থের অধীন হতে হয় । কিন্তু এটা তার (কেজরিওয়ালের) ব্যক্তিগত সিদ্ধান্ত । যদি তিনি তা করতে না চান (মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন), সেটা তাঁর উপর নির্ভর করছে । আমরা আইনের আদালত। আদালত কর্তৃক রাষ্ট্রপতির শাসন বা রাজ্যপালের শাসন জারি হয়েছে, এমন নজির কি আপনার কাছে আছে ?’’
দিল্লি হাইকোর্ট আরও জানিয়েছে, যেখানে গেলে এই বিষয়টি সমাধান হতে পারে, সেখানেই আবেদন করা উচিত ৷ এর জন্য আবেদনকারীকে আদালত সাংবিধানিক কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে ৷ এই বিষয়ে রাজ্যপাল সিদ্ধান্ত নিতে পারেন ৷ সেক্ষেত্রে রাজ্যেপালের আদালতের পরামর্শের প্রয়োজন নেই ৷
উল্লেখ্য, দিল্লির আবগারি নীতিতে তৈরিতে আর্থিক তছরুপের অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালকে সম্প্রতি গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ গত সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় ৷ আগামী 15 এপ্রিল পর্যন্ত ওই হেফাজতের মেয়াদ রয়েছে ৷ ওইদিন পর্যন্ত কেজরিওয়ালকে তিহাড় জেলেই থাকতে হবে ৷ তার পর তাঁকে আবার আদালতে পেশ করবে ইডি ৷
কিন্তু কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ হেফাজতে থেকে তিনি কিভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে থাকবেন, সেই প্রশ্ন উঠেছে ৷ এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় দিল্লি হাইকোর্টে ৷ সেই মামলা খারিজ করে দেয় আদালত ৷ তার পর আবার হিন্দু সেনার তরফে আবেদন করা হয় ৷ সেই আবেদনও বৃহস্পতিবার খারিজ হয়ে গেল ৷
আরও পড়ুন:
- কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লির রামলীলা ময়দানে 'গণতন্ত্র বাঁচাও' মেগা সভা, দেখুন সরাসরি
- 'দিল্লিতে জলের সমস্যা, আমি উদ্বিগ্ন', ইডি হেফাজতে প্রথম নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের
- বিশ্লেষণ: জেলবন্দি অবস্থায় অরবিন্দ কেজরিওয়াল কি পারেন সরকার চালাতে?