পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বস্তিতে প্রাক্তন আইএএস পূজা খেদকর, 4 অক্টোবর সুরক্ষা দিল দিল্লি হাইকোর্ট - PUJA KHEDKAR - PUJA KHEDKAR

PUJA KHEDKAR: দিল্লি হাইকোর্ট প্রাক্তন আইএএস অফিসার পূজা খেদকরকে গ্রেফতার থেকে স্বস্তি দিয়েছে ৷ তাঁর গ্রেফতার 4 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আদালত।

PUJA KHEDKAR
প্রাক্তন আইএএস পূজা খেদকর (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 10:57 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার 4 অক্টোবর পর্যন্ত প্রাক্তন আইএএস (প্রশিক্ষক) পূজা খেদকরের 'রক্ষাকবচ'-এর মেয়াদ বর্ধিত করেছে ৷ ফৌজদারি মামলায় গ্রেফতার করা যাবে না তাঁকে ৷ সেই মর্মে পূজাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ মিথ্য়া তথ্য ও নথি পেশ করে সিভিল পরিষেবা পরীক্ষায় ওবিসি এবং (বিশেষ সক্ষমতার কোটা) কোটা সুবিধা পাওয়ার অভিযোগে দায়ের করা হয়েছিল পুজার বিরুদ্ধে।

বিচারপতি চন্দ্রধরি সিং পূজা খেদকরের আইনজীবীর অনুরোধের পর আগাম জামিনের আবেদনের শুনানি আরও কিছুটা পিছিয়ে দিয়েছেন। দিল্লি পুলিশের আইনজীবী আদালতে জানান, এই মামলায় একটি বৃহত্তর ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে, যা জালিয়াতি এবং ভুঁয়ো নথি তৈরির সঙ্গে জড়িত ৷

শুনানির পর বিচারপতি সিং বলেন, "আবেদনকারীর আইনজীবীর অনুরোধে, 4 অক্টোবর পর্যন্ত রক্ষাকবচের সীমা বর্ধিত করা হয়েছে ৷" সেই মর্মে অন্তর্বর্তী আদেশও দিয়েছেন বিচারপতি সিং ৷ খেদকারের বিরুদ্ধে রিজার্ভেশন সুবিধা পাওয়ার জন্য UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা, 2022-এর জন্য তাঁর আবেদনে তথ্য ভুলভাবে উপস্থাপন করার অভিযোগ রয়েছে। পূজা অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

পূজা খেদকারের আইনজীবী বৃহস্পতিবার UPSC-এর অভিযোগের জবাব দেওয়ার জন্য আদালতের কাছে আরও সময় চেয়েছিলেন ৷ পুলিশ বা তদন্তকারী সংস্থা মিডিয়ার চাপে কাজ করছে বলেও আদালতে সওয়াল করেন পূজার আইনজীবী ৷ কোনও পক্ষেরই সাংবাদিক বৈঠক করা উচিত নয় বলেও দাবি করেন তিনি। যদিও দিল্লি পুলিশের আইনজীবী জানান, তদন্তকারী সংস্থা কখনও মিডিয়ার চাপে থাকে না ৷

UPSC-এর সিনিয়র কাউন্সেল জানিয়েছেন, খেদকার নিজের কাজের কারণেই সেলিব্রিটি হয়ে উঠেছেন। UPSC এবং দিল্লি পুলিশ দু'পক্ষই অবশ্য আগাম জামিনের জন্য পূজার আবেদন খারিজ করার আবেদন করেছে। প্রসঙ্গত, হাইকোর্ট 12 অগস্ট পূজার আগাম জামিনের আবেদনে নোটিশ জারি করার সময় খেদকরকে গ্রেপ্তার থেকে অন্তর্বর্তী সুরক্ষা মঞ্জুর করেছিল এবং এটি সময়ে সময়ে বাড়ানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details