পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রবিবার আপ থেকে পদত্যাগ, কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ গেহলতের - KAILASH GAHLOT

রবিবার দলের বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ উগড়ে পদত্যাগ করে দল ছাড়েন দিল্লির পরিবহণ মন্ত্রী কৈলাস গেহলত ৷ সোমবারই বিজেপিতে যোগ দিলেন তিনি ৷

Kailash Gahlot
বিজেপিতে যোগ দিলেন কৈলাস গেহলত (এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 4:24 PM IST

নয়াদিল্লি, 18 নভেম্বর: কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন দিল্লির পরিবহণ মন্ত্রী ৷ সেই সঙ্গে আপও ছাড়েন তিনি ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপিতে নাম লেখালেন কৈলাস গেহলত ৷ সোমবার দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে শীর্ষ নেতা মনোহর লাল খাট্টার, জয় পাণ্ডা, অনীল বালুনিদের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি ৷

রবিবার দলের আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে ইস্তফা দেন কৈলাস গেহলত ৷ সেখানে তাঁর এই সিদ্ধান্তের জন্য যমুনা পরিষ্কারে ব্যর্থতা-সহ দলের অন্দরে একাধিক চ্যালেঞ্জ ও রাজ্যবাসীর প্রতি অপূর্ণ প্রতিশ্রুতিকে কারণ হিসেবে তুলে ধরেন দিল্লির প্রাক্তন পরিবহণ মন্ত্রী ৷ সেই সঙ্গে, দলের একাধিক ব্যর্থতাকেও তাঁর পদত্যাগের কারণ হিসেবে ব্যাখ্যা দেন তিনি ৷ 2025 সালে দিল্লির বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই পদত্যাগকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয় ৷

বিজেপিতে যোগ দিল্লির প্রাক্তন মন্ত্রী কৈলাস গেহলতের (ইটিভি ভারত)

সেই ঘটনার ঠিক পরেই সোমবার গেরুয়া শিবিরে নাম লেখালেন কৈলাস গেহলত ৷ বিজেপি যোগ দেওয়ার পর তিনি বলেন, "আমি কারও চাপে এই সিদ্ধান্ত নিইনি ৷ অনেকেই বলছেন ইডি ও সিবিআই-এর ভয়ে রাতারাতি আমি এই সিদ্ধান্ত নিয়েছি ৷ তাদের উদ্দেশে একটা কথাই বলব, তারা ভুল ভাবছেন ৷"

এদিকে, কৈলাসের ছেড়ে যাওয়া স্থানে ইতিমধ্য়েই নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি (আপ) ৷ দিল্লির মন্ত্রিসভার নয়া সদস্য হিসেবে রঘুবেন্দ্র সকিনকে বেছে নিয়েছে আপ ৷ তিনি নাঙলোই জাট কেন্দ্রের বিধায়ক ৷

উল্লেখ্য, এর আগে 10 জুলাই, রাজকুমার আনন্দ, দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্যাটেল নগরের বিধায়ক, বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার সঙ্গে AAP-এর বর্তমান বিধায়ক কর্তার সিং তানওয়ার, রত্নেশ গুপ্ত, শচীন রাই, প্রাক্তন বিধায়ক বীণা আনন্দ এবং AAP কাউন্সিলর উমেদ সিং ফোগাটও বিজেপিতে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, নাজাফগড় কেন্দ্র থেকে দু'বার আপ-এর বিধায়ক ছিলেন কৈলাস গেহলত ৷ 2017 সাল থেকে দিল্লি সরকারের মন্ত্রী তিনি ৷ ফলে বিধানসভা নির্বাচনের আগে তাঁর দলত্যাগ নিয়ে জল্পনা শুরু হয় ৷

পড়ুন:বিধানসভা ভোটের আগে ধাক্কা আপের, পদত্যাগ করলেন দিল্লির মন্ত্রী কৈলাস গেহলত

ABOUT THE AUTHOR

...view details