নয়াদিল্লি, 18 নভেম্বর: কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন দিল্লির পরিবহণ মন্ত্রী ৷ সেই সঙ্গে আপও ছাড়েন তিনি ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপিতে নাম লেখালেন কৈলাস গেহলত ৷ সোমবার দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে শীর্ষ নেতা মনোহর লাল খাট্টার, জয় পাণ্ডা, অনীল বালুনিদের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি ৷
রবিবার দলের আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে ইস্তফা দেন কৈলাস গেহলত ৷ সেখানে তাঁর এই সিদ্ধান্তের জন্য যমুনা পরিষ্কারে ব্যর্থতা-সহ দলের অন্দরে একাধিক চ্যালেঞ্জ ও রাজ্যবাসীর প্রতি অপূর্ণ প্রতিশ্রুতিকে কারণ হিসেবে তুলে ধরেন দিল্লির প্রাক্তন পরিবহণ মন্ত্রী ৷ সেই সঙ্গে, দলের একাধিক ব্যর্থতাকেও তাঁর পদত্যাগের কারণ হিসেবে ব্যাখ্যা দেন তিনি ৷ 2025 সালে দিল্লির বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই পদত্যাগকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয় ৷
সেই ঘটনার ঠিক পরেই সোমবার গেরুয়া শিবিরে নাম লেখালেন কৈলাস গেহলত ৷ বিজেপি যোগ দেওয়ার পর তিনি বলেন, "আমি কারও চাপে এই সিদ্ধান্ত নিইনি ৷ অনেকেই বলছেন ইডি ও সিবিআই-এর ভয়ে রাতারাতি আমি এই সিদ্ধান্ত নিয়েছি ৷ তাদের উদ্দেশে একটা কথাই বলব, তারা ভুল ভাবছেন ৷"