নয়াদিল্লি, 28 মে: জামিন পেলেন না উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত উমর খালিদ ৷ মঙ্গলবার দিল্লির একটি আদালতে তাঁর জামিনের শুনানি হয় ৷ অতিরিক্ত সেশন বিচারিক সমীর বাজপেয়ি খালিদের জামিনের আবেদন খারিজ করে দেন ৷ দিল্লি পুলিশ খালিদের বিরুদ্ধে দিল্লিতে দাঙ্গার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছে ৷ 2020 সালের সেপ্টেম্বর থেকে তিনি কঠোর ইউএপিএ’র অধীনে জেলে বন্দি রয়েছেন ৷
এদিন আদালতে খালিদের আইনজীবী জানান, দিল্লি পুলিশ তাদের পেশ করা চার্জশিটে এমনভাবে উমর খালিদের নাম উল্লেখ করেছেন, যেন তারা মন্ত্রোচ্চারণ করছেন ৷ চার্জশিটে বারবার তাঁর নাম বলা হয়েছে এবং সেখানে তাঁর নামে একটার পর একটা মিথ্যা কথা বলেছে পুলিশ ৷ তবে এভাবে সত্যি প্রমাণ করা যাবে না ৷ আদালত জামিন দেওয়ার সিদ্ধান্ত নিলে, আদালতকে সব সাক্ষ্য, প্রমাণ, নথি পরীক্ষা করতে হবে ৷ খালিদের আইনজীবী এদিন ভীমা কোরেগাঁও মামলায় বারনন গোনসালভেজ এবং সোমা সেনের জামিন পাওয়ার দৃষ্টান্ত আদালতে তুলে ধরেন ৷ একইভাবে খালিদের জামিনের আবেদন জানান ৷
দিল্লি হিংসার মামলা থেকে রেহাই পেলেন উমর খালিদ, তবে থাকতে হবে জেলেই