নয়াদিল্লি, 3 জানুয়ারি: আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী অলকা লাম্বা ৷ শুক্রবার বিকেলে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি (সিইসি) একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা দিল্লির কলকাজি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ এখান থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী ।
অলকা লাম্বা কংগ্রেসের প্রবীণ নেতা ৷ তিনি সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীও বটে ৷ কংগ্রেসের কার্যকরী কমিটিরও সদস্য ৷ তাঁর রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল কংগ্রেসেই ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর সদস্য হিসাবে তাঁর রাজনীতিতে হাতেখড়ি ৷
নাম ঘোষণার পর তিনি বলেন, "এই সুযোগের জন্য আমি দলকে ধন্যবাদ জানাই ৷ এই নিয়ে চতুর্থবার আমি বিধানসভা নির্বাচনে লড়ছি ৷ প্রথমত, এটা ঠিক করতে হবে যে তিনি (অতিশী) মুখ্যমন্ত্রী নাকি অস্থায়ী মুখ্যমন্ত্রী ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই তাঁকে অস্থায়ী মুখ্যমন্ত্রী বলেছেন ৷ তিনি একটি সাংবিধানিক পদ এবং ওই পদে যিনি বসে আছেন, সেই মহিলাকে অপমান করেছেন ৷ আমার যুদ্ধ দূষিত বাতা, যমুনা এবং দিল্লির অপরাধের বিরুদ্ধে ৷" |