নয়াদিল্লি, 4 জানুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি ৷ 29 জনের তালিকায় জায়গাা পেয়েছেন বেশ কয়েকজন প্রাক্তন সাংসদ ও দলের হেভিওয়েট নেতা ৷ মুখ্য়মন্ত্রী অতিশীর বিরুদ্ধে প্রাক্তন সাংসদ রমেশ বিধুরিকে প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ অন্যদিকে, নয়াদিল্লি কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রাক্তন সাংসদ পারভেশ ভার্মাকে প্রার্থী করল বিজেপি ৷
সেই সঙ্গে, কারোলবাগ কেন্দ্রে দলের জাতীয় পদাধিকারী দুশন্ত কুমার গৌতম ও জনকপুরী থেকে আশিস সুদকে প্রার্থী করেছে বিজেপি ৷ এছাড়া, 29 জনের তালিকায় জায়গা করে নিয়েছেন অরবিন্দর সিং লাভলি ৷ গান্ধিনগর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে দল ৷
বিজেপির প্রার্থী তালিকা (ইটিভি ভারত)
অন্যদিকে, প্রাক্তন আপ নেতা কৈলাশ গেহলতকেও প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ তাঁকে বিজওয়াসান কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ৷ পাশাপাশি, দিল্লিতে দলের প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যায়কেও প্রার্থী করেছে দল ৷ মালবিয়ানগর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে ৷
বিজেপির প্রার্থী তালিকা (ইটিভি ভারত)
সম্প্রতি, 70টি কেন্দ্রের মধ্যে মোট 47 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস ৷ অবশ্য, প্রতিটি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি ৷ উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে 'ইন্ডিয়া' শিবিরের দুই সদস্য দলের মধ্যে বিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি ৷ আপ-এর অভিযোগ, তাদের বিরুদ্ধে ভোটে জিততে বিজেপি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে ৷ এই অভিযোগে, আলাদা লড়ছে আপ-কংগ্রেস ৷
এমনকী, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে কংগ্রেস ৷ এরপর গত 27 ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে 'ইন্ডিয়া' থেকে বাদ দেওয়ার দাবি তোলেন মুখ্যমন্ত্রী অতিশী ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ৷ এই আবহে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি ৷