দিল্লিতে ‘গুরুতর’ AQI ! বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, বন্ধ হতে পারে যানচলাচল - DELHI AIR POLLUTION
দিল্লির 36টি মনিটরিং স্টেশনের মধ্যে 30টি ‘গুরুতর’ বিভাগে AQI রেকর্ড করেছে । আজও তা থাকলে GRAP-এর তৃতীয় ধাপের অধীনে বিধিনিষেধ আরোপ হতে পারে রাজধানীতে ৷
নয়াদিল্লি, 13 নভেম্বর: দূষণের পরিমান আরও বাড়ল নয়াদিল্লিতে ৷ বৃহস্পতিবার দেশের সবচেয়ে খারাপ বায়ুর গুণমান রেকর্ড করা হয়েছে রাজধানীতে ৷ এই মরশুমে প্রথমবার ‘গুরুতর’ দিল্লির দূষণ ৷ কেন্দ্রীয় দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা এই অবনতির কারণ হিসাবে ঘন কুয়াশাকে দায়ী করেছে ৷ বৃহস্পতিবার সকাল 8টায় শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) দাঁড়িয়েছে 428-তে ৷ যা গতকালের থেকে অনেকটাই বেশি ৷
কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) জানিয়েছে, ঝোড়ো বাতাসের কারণে দূষণ ঘনত্ব বৃহস্পতিবার থেকে কমবে ৷ ফলে AQI ফের ‘গুরুতর’ থেকে ‘অত্যন্ত খারাপ’ মানে ফিরবে ৷ জানা গিয়েছে, পর্যালোচনার পর সাব-কমিটি গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP) পর্যায়-III বাস্তবায়নের আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এদিন বিকেলে ফের রাজধানীর স্থিতি পুনঃমূল্যায়ন করা হবে ৷’’ এদিন বিকেলে 4টায় ফের শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স মাপা হবে ৷
দিল্লির 36টি মনিটরিং স্টেশনের মধ্যে 30টি ‘গুরুতর’ বিভাগে AQI রেকর্ড করেছে (পিটিআই)
নয়াদিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার 32.8 ডিগ্রি সেলসিয়াস থেকে বুধবার 27.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল । সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) তথ্যে দেখা গিয়েছে, বুধবার বিহারের হাজিপুরে বায়ুর গুণমান ছিল 417 । দিল্লির 36টি মনিটরিং স্টেশনের মধ্যে 30টি ‘গুরুতর’ বিভাগে বাতাসের গুণমান রেকর্ড করেছে ।
যদি বৃহস্পতিবার শহরের বাতাসের গুণমান ‘গুরুতর’ থাকে, তাহলে GRAP-এর তৃতীয় ধাপের অধীনে বিধিনিষেধ আরোপ হতে পারে রাজধানীতে ৷ যার মধ্যে নির্মাণ ও ধ্বংস কার্যক্রম, BS-lll পেট্রল এবং BS-IV ডিজেল হালকা মোটর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে । এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য কেন্দ্রের ডিসিশন সাপোর্ট সিস্টেম অনুযায়ী, বুধবার দিল্লির দূষণে যানবাহনের ধোঁয়া অন্যতম অবদানকারী, যার আনুমানিক অংশ 13.3 শতাংশ। অন্যান্য দূষণকারীগুলি পদার্থ হল PM2.5 এবং PM10।
কিছু যানচলাচলে বিধিনিষেধ আরোপ হতে পারে রাজধানীতে (পিটিআই)
PM2.5 এবং PM10 বাতাসের সূক্ষ্ম কণাগুলিকে নির্দেশ করে ৷ PM2.5 হল সূক্ষ্ম কণা যার ব্যাস 2.5 মাইক্রোমিটার বা তার কম, মানুষের চুলের প্রস্থের সমান। এগুলি এতই ছোট যে এগুলি ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে এবং এমনকী রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে ৷ PM10 হল মোটা কণা যার ব্যাস 10 মাইক্রোমিটার বা তার কম, প্রায় মানুষের 10টি চুলের প্রস্থের সমান । PM2.5 এর মতো না-হলেও এগুলিও শ্বাসনালীতে গিয়ে শ্বাসযন্ত্রের সমস্যার কারণ হতে পারে ।
সর্বশেষ CPCB তথ্য অনুযায়ী, দিল্লির বার্ষিক গড় PM10 এবং PM2.5 মাত্রা এক বছর আগের সময়ের তুলনায় 1 জানুয়ারি থেকে 12 নভেম্বরের মধ্যে যথাক্রমে 5 শতাংশ এবং 7 শতাংশ বেশি ৷ রাজীব গান্ধি ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের থোরাসিক অনকোসার্জারি প্রধান, এল এম ডার্লং সংবাদসংস্থাকে জানিয়েছেন, দীর্ঘমেয়াদী PM2.5 এর সংস্পর্শ ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয় ৷