কলকাতা, 27 মার্চ: চা প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সুগন্ধযুক্ত দার্জিলিং ফার্স্ট ফ্লাশ টি ৷ এবারে দার্জিলিংয়ের এই চায়ের বিশ্বব্যাপী রমরমা বাজার ৷ মরশুমের শুরুতেই এক কিলো প্রিমিয়াম জাতের প্রথম ফ্লাশ চায়ের দাম মিলছে 31 হাজার টাকা। গত বছরের প্রথম ফ্লাশ চায়ের তুলনায় প্রতি কিলোতে 4 হাজার টাকা বেশি । দার্জিলিং ফার্স্ট ফ্লাশ চায়ের উৎপাদন এই মার্চে কম হয়েছে ৷ তার প্রধান কারণ শুষ্ক আবহাওয়া এবং এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি ৷
শীর্ষস্থানীয় দার্জিলিং চা কোম্পানি গোল্ডেন টিপস ৷ এই কোম্পানি রেকর্ড দামে গুডরিক গ্রুপের বাদামতাম চা এস্টেট থেকে নতুন মরশুমের বিদেশী দার্জিলিং বসন্ত চা সংগ্রহ করেছে এবং কিনেছে । গোল্ডেন টিপস প্রতি কেজি জৈব সাদা চা 31 হাজার টাকায় সংগ্রহ করেছে । এই বিশেষ চা এস্টেটের একটি অংশ থেকে তোলা হয়েছিল, যা উচ্চ মানের ক্লোন এসওয়াই – 1240 দিয়ে রোপণ করা হয়েছে । এই চায়ের বৈচিত্র্যের হল দেখতে সাদা ও উজ্জ্বল সবুজের মতো এবং একটি ফলের মতো স্বাদ রয়েছে । কোম্পানিটি 5 কেজি অর্গানিক হোয়াইট টি কিনেছে ।
চা ইউরোপ ও জাপানের রফতানি
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত এস্টেট থেকে কয়েকদিন আগে ফার্স্ট ফ্লাশ চা তোলা হয়েছিল । রোদ, আর্দ্রতা, মাটির গুণাগুণ এবং বাতাসের একটি বিশেষ সংমিশ্রণ এই অঞ্চলের চাকে বিশেষ করে তোলে । দীর্ঘ শীতের সুপ্তাবস্থার পর সূক্ষ্ম কোমল কুঁড়ি এবং রসালো পাতা গজিয়েছে ৷ বিশেষ প্রশিক্ষিত শ্রমিকরা সাবধানে সেই পাতা ছিঁড়ে নিয়ে বাঁশের ঝুড়িতে বাগানের কারখানায় নিয়ে যায় । এই উচ্চ-মূল্যের চাগুলি মূলত ইউরোপ এবং জাপানের মতো বিশ্ব বাজারে রফতানি করা হয় ।