পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাওড়া-মুম্বই রুটে আগেও একাধিক ট্রেন দুর্ঘটনার সাক্ষী দেশ, দেখে নিন একনজরে - Howrah Mumbai Train Accident - HOWRAH MUMBAI TRAIN ACCIDENT

Howrah Mumbai rail route accidents: মঙ্গলবার হাওড়া-মুম্বই মেল লাইনচ্যুত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে ৷ তবে এর আগেও এরকম একাধিক প্রাণঘাতী রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ ৷ তার মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ৷ হাওড়া-মুম্বই রুট-সহ পশ্চিমবঙ্গের এরকম কিছু ট্রেন দুর্ঘটনা ফিরে দেখল ইটিভি ভারত ৷

Train Accident
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 2:01 PM IST

কলকাতা, 30 জুলাই:ফের দুর্ঘটনার কবলে ট্রেন ৷ মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া-মুম্বই মেলের 18টি বগি ৷ এই ঘটনায় কমপক্ষে দু'জনের মৃত্যু ও অনেকে আহত হয়েছেন ৷ এখনও উদ্ধার কাজ চলছে ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে পারে নিহত ও আহতের সংখ্যা ৷ তবে এই প্রথম নয়, এর আগেও হাওড়া-মুম্বই রেল রুটে একাধিক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ ৷ যাতে প্রাণ গিয়েছে শতাধিক যাত্রীর ৷

  • 9 জুন 2023: গত বছর 9 জুন বিলাসপুরে মালগাড়ির একটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায় ৷ এর ফলে হাওড়া-মুম্বই রেল পথে পরিষেবা ব্যাহত হয় । বিলাসপুর রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছিল ৷ যার জেরে হাওড়া-মুম্বই রুটের বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তন করতে হয় ৷
  • 15 নভেম্বর 2021: মালগাড়ি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ৷ এর ফলে হাওড়া-মুম্বই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল । চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের অধীনে ঝাড়সুগুড়ায় ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছিল ।
  • 10 জুন 2018: মহারাষ্ট্রের নাসিক জেলায় মুম্বই-হাওড়া মেলের তিনটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল । রাত আনুমানিক 2টোর দিকে ইগতপুরী রেল স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছিল । লাইনচ্যুত হওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি ।
  • 28 মে, 2010: হাওড়া-মুম্বই লোকমান্য তিলক টার্মিনাস জ্ঞানেশ্বরী এক্সপ্রেস পশ্চিমবঙ্গে লাইনচ্যুত হয়ে যায় ৷ অভিযোগ করা হয়েছিল, মাওবাদীরা রেলওয়ে ট্র্যাকের একটি অংশ সরিয়ে দিয়েছিল । যার ফলে এই দুর্ঘটনা ঘটে ৷ উলটো দিক থেকে আসা একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে এসে ধাক্কা মেরেছিল । এই ঘটনায় মোট 141 জনের মৃত্যু হয়েছিল এবং 180 জনেরও বেশি লোক আহত হয়েছিলেন ।
  • 26 অক্টোবর, 1994: ভোরবেলা মুম্বই-হাওড়া মেলের স্লিপার কোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল ৷ এই দুর্গটনায় 27 জনের মৃত্যু হয়েছিল ৷ লোটাপাহাড় এবং চক্রধরপুর রেলওয়ে স্টেশনের মাঝে রাত 2টো 51মিনিট নাগার ঘটে এই দুর্ঘটনাটি ।

পশ্চিমবঙ্গে কিছু উল্লেখযোগ্য ট্রেন দুর্ঘটনা

  • 17 জুন, 2024: দুর্ঘটনার কবলে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । দার্জিলিং জেলার শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটে বগি মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় ৷ এই ঘটনায় কমপক্ষে 15 জন যাত্রীর মৃত্যু এবং 60 জন আহত হন ।
  • 13 জানুয়ারি, 2022: বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের 12টি বগি 13 জানুয়ারি সন্ধ্যায় উত্তরবঙ্গের নিউ দোমোহানি এবং নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে গিয়েছিল । 9 জনের মৃত্যু এবং 45 জনেরও বেশি আহত হয়েছিলেন । লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটিতে 1053 জন যাত্রী ছিলেন ।
  • 22 অক্টোবর, 2017: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এবং খিরাই রেলওয়ে স্টেশনের মধ্যে একটি শহরতলির ট্রেন পেছন থেকে অন্য একটি লোকাল ট্রেনকে ধাক্কা মারে ৷ অন্তত দশজন আহত হয় এই ঘটনায় । বালিচক থেকে হাওড়াগামী লোকাল ট্রেন ডাউন মেদিনীপুর-হাওড়া ট্রেনকে ধাক্কা মারে ৷ মেদিনীপুর-হাওড়া ট্রেনটি পাঁশকুড়া রেলওয়ে স্টেশনের কাছে সিগন্যালের জন্য অপেক্ষা করছিল ।
  • 6 ডিসেম্বর, 2016: আলিপুরদুয়ারের অন্তর্গত সমুক্তলা রোড স্টেশনে 13248 আপ রাজেন্দ্র নগর –গুয়াহাটি ক্যাপিটাল এক্সপ্রেসের ইঞ্জিন এবং দুটি কোচ (একটি এসএলআর এবং একটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ) লাইনচ্যুত হয়ে যায় ৷ কমপক্ষে দুই ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হন ।
  • 31 জুলাই, 2011: মালদা জেলার জামিরঘাটার কাছে গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেসের 10টি বগি এবং একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ৷ তাতে কমপক্ষে একজন নিহত এবং 50 জন আহত হন ।
  • 19 জুলাই, 2010: শিয়ালদাগামী নিউ কোচবিহার-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস সাঁইথিয়া স্টেশনে পিছন থেকে ভাগালোপুর-রাঁচি বনচল এক্সপ্রেসকে ধাক্কা মারে ৷ এই ঘটনায় কমপক্ষে 67 জন নিহত এবং 121 জন আহত হন ।
  • 28 মে, 2010: খেমাশুলি এবং সারডিহা স্টেশনের মধ্যে 2010 ইউপি হাওড়া-কুরলা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের 13টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ একটি মালগাড়ি এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে ধাক্কা মেরেছিল ৷ এতে 140 জন নিহত হন ।
  • 9 ডিসেম্বর, 2007: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মধ্যে নয়াদিল্লিগামী ব্রহ্মপুত্র মেলের 14টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ তাতে একজন নিহত এবং 55 জন আহত হন । প্যান্ট্রি কারে একটি দেহ পাওয়া গিয়েছিল ।
  • 20 নভেম্বর, 2006: জলপাইগুড়ি জেলার বেলাকোবা রেলওয়ে স্টেশনে 618-ডাউন হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেনের একটি বগিতে শক্তিশালী বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় 8 জন যাত্রী নিহত এবং 60 জন আহত হন ৷
  • 25 নভেম্বর, 2005: সম্বলপুর এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষে খড়গপুর-হাওড়া লোকাল ট্রেনের গার্ড-সহ কমপক্ষে 26 জন আহত হন । পাঁশকুড়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটে ৷
  • 13 ফেব্রুয়ারি, 2005: আলিপুরদুর নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন একটি বরযাত্রীর গাড়িতে ধাক্কা মারে ৷ এই ঘটনায় কমপক্ষে 11 জন নিহত এবং 8 জন আহত হন । নিউ জলপাইগুড়ি থেকে 70 কিলোমিটার পূর্বে একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটেছিল ৷
  • 6 নভেম্বর, 2004: 106-ডিএন লালগোলা প্যাসেঞ্জারের ট্রেনের একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় । দুর্ঘটনাটি ঘটেছি নদিয়া জেলার বীরাঙ্গার স্টেশনের কাছে ৷ এই ঘটনায় 55 জন যাত্রী আহত হন ৷
  • 2 অগস্ট, 1999: গুয়াহাটি থেকে ব্রহ্মপুত্র মেল ট্রেন এবং নয়াদিল্লি থেকে আসা অবধ-অসম এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয় । গাইসাল স্টেশনে গভীর রাতের দিকে এই ঘটনা ঘটেছিল ৷ দুর্ঘটনায় 285 জনের মৃত্যু এবং 600 জনের বেশি আহত হন ।
  • 20 এপ্রিল, 1961: দার্জিলিং জেলার শিলিগুড়ির কাছে গুলমা এবং সিভোকের মধ্যে ঘোড়ামারা সেতুতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ৷ প্রায় 90 জন নিহত এবং প্রায় 60 জন গুরুতর আহত হয় এই ঘটনায় ।

ADSI রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে গত 10 বছরের রেল দুর্ঘটনার তথ্য:

বছর ঘটনা আহত মৃত্যু
2013 2784 55 2783
2014 2895 206 2702
2015 2726 182 2545
2016 2690 192 2509
2017 2723 37 2687
2018 2756 34 2722
2019 2876 44 2832
2020 1505 61 1444
2021 2425 146 2282
2022 2221 286 1935

ABOUT THE AUTHOR

...view details