পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তড়িঘড়ি দিল্লি পৌঁছলেন রাহুল, ভারত জোড়ো ন্যায় যাত্রা ফের 28 জানুয়ারি

Rahul Gandhi reaches Delhi: দিল্লি ফিরে গেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবারই তাঁর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহারে প্রবেশ করে ৷ সেখানে একটি রোড শো করেন রাহুল ৷ এরপরই তড়িঘড়ি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন ৷

By PTI

Published : Jan 25, 2024, 6:59 PM IST

ETV Bharat
ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধি

নয়াদিল্লি, 25 জানুয়ারি: ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে দু'দিনের বিরতি নিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার সকালে এই যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহারে প্রবেশ করে ৷ পরে দুপুর নাগাদ তিনি রাজধানীতে চলে যান ৷ তবে কোচবিহারে একটি রোড-শো করেন রাহুল ৷ এদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা আপাতত আলিপুরদুয়ারের ফালাকাটায় পৌঁছেছে ৷

এদিকে ভাঙন ধরেছে 'ইন্ডিয়া' জোটে ৷ বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়বে তৃণমূল ৷ কংগ্রেস অন্যায্য দাবি করছে ৷ তাই সেই দাবি মেনে আসন বণ্টন করা সম্ভব নয় ৷ এই আবহে রাহুলের নেতৃত্বে ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করে ৷

অন্যদিকে যাত্রা কবে আরম্ভ হবে, তা নিয়ে কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, "রাহুল গান্ধি হাঁসিমারায় সামরিক ঘাঁটি থেকে বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ তাঁর কিছু জরুরি প্রয়োজন রয়েছে ৷" তিনি আরও জানিয়েছেন, 28 জানুয়ারি আবার ভারত জোড়ো যাত্রা শুরু হবে ৷ শুভঙ্কর বলেন, "রাহুল গান্ধি আসবেন ৷ তারপর যাত্রা আরম্ভ হবে ৷" এদিকে বিকেল 5টা নাগাদ রাহুল গান্ধি গান্ধি দিল্লি এসে পৌঁছন ৷

28 তারিখ থেকে কংগ্রেসের এই যাত্রা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলার মধ্যে দিয়ে যাবে ৷ 29 তারিখ বাংলা থেকে বিহারে প্রবেশ করবে ৷ পরে অবশ্য আবার 31 জানুয়ারি মালদা হয়ে ফের পশ্চিমবঙ্গে ঢুকবে ন্যায় যাত্রা ৷ সেখান কংগ্রেসের গড় মুর্শিদাবাদ হয়ে 1 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ এর আগে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসেছিলেন রাহুল গান্ধি ৷ 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হয়েছে ৷ 67 দিন ধরে 6 হাজার 713 কিমি রাস্তা অতিক্রম করার কথা রয়েছে ৷ এই যাত্রাপথে 15টি রাজ্যের 110টি জেলা থাকবে ৷ যাত্রা শেষ হবে 20 বা 21 মার্চ মুম্বইয়ে ৷

আরও পড়ুন:

  1. বাংলায় পৌঁছল ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাহুলের নিশানায় বিজেপি-আরএসএস
  2. ভাঙন আরও স্পষ্ট, রাহুলের ন্যায় যাত্রায় তৃণমূলের বিক্ষোভ
  3. বাংলায় পৌঁছল ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাহুলের নিশানায় বিজেপি-আরএসএস

ABOUT THE AUTHOR

...view details