ETV Bharat / bharat

ফের দুর্ঘটনার কবলে রেল ! লাইন থেকে ছিটকে গেল পরপর আটটি বগি

অসমের দিবালং স্টেশনের কাছে লাইনচ্যুত আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেস ৷ বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

TRAIN ACCIDENT
আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেস (এএনআই)

দিবালং (অসম), 17 অক্টোবর: ঘড়ির কাঁটায় তখন 3.55 ৷ অসমের দিবালং স্টেশনের কাছে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস ট্র্যাক থেকে বেরিয়ে যায় ৷ পরপর আটটি বগি ছিটকে যায় লাইন থেকে ৷ রেলসূত্রে খবর, ট্রেনটি বৃহস্পতিবার সকালে আগরতলা থেকে ছেড়ে রওনা দেয় মুম্বইয়ের উদ্দেশে ৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের সিপিআরও জানিয়েছেন, ইঞ্জিন, পাওয়ার কার সহ মোট 8টি বগি লাইনচ্যুত হয়ে যায়। লুমডিং-বরদারপুর হিল সেকশনে দুর্ঘটনাটি ঘটে ৷ কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। উদ্ধারের পর আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ লুমডিং-বদরপুর সেকশনে সমস্ত ট্রেন চলাচল এখন বন্ধ রাখা হয়েছে ৷

রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। সেগুলি হল- 03674 263120, 03674 263126 ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের সিপিআরও আরও জানিয়েছেন, তবে কোনও হতাহতের বা বড় ধরনের আহত হওয়ার খবর নেই ৷ দিনপাঁচেক আগে (শুক্রবার) বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল ৷

সেদিন রাত সাড়ে আটটা নাগাদ চেন্নাইয়ের কাভারাইপেট্টাই রেল স্টেশনের কাছে 12578 মাইসোর-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেসটি দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারে ৷ লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেসের 6টি কোচ ৷ দুর্ঘটনার কারণে এসি কোচে আগুনও লেগে যায় ৷ বারবার ট্রেন দুর্ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ কয়েকদিন কাটতে না-কাটতেই ফের দুর্ঘটনা।

দিবালং (অসম), 17 অক্টোবর: ঘড়ির কাঁটায় তখন 3.55 ৷ অসমের দিবালং স্টেশনের কাছে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস ট্র্যাক থেকে বেরিয়ে যায় ৷ পরপর আটটি বগি ছিটকে যায় লাইন থেকে ৷ রেলসূত্রে খবর, ট্রেনটি বৃহস্পতিবার সকালে আগরতলা থেকে ছেড়ে রওনা দেয় মুম্বইয়ের উদ্দেশে ৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের সিপিআরও জানিয়েছেন, ইঞ্জিন, পাওয়ার কার সহ মোট 8টি বগি লাইনচ্যুত হয়ে যায়। লুমডিং-বরদারপুর হিল সেকশনে দুর্ঘটনাটি ঘটে ৷ কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। উদ্ধারের পর আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ লুমডিং-বদরপুর সেকশনে সমস্ত ট্রেন চলাচল এখন বন্ধ রাখা হয়েছে ৷

রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। সেগুলি হল- 03674 263120, 03674 263126 ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের সিপিআরও আরও জানিয়েছেন, তবে কোনও হতাহতের বা বড় ধরনের আহত হওয়ার খবর নেই ৷ দিনপাঁচেক আগে (শুক্রবার) বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল ৷

সেদিন রাত সাড়ে আটটা নাগাদ চেন্নাইয়ের কাভারাইপেট্টাই রেল স্টেশনের কাছে 12578 মাইসোর-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেসটি দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারে ৷ লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেসের 6টি কোচ ৷ দুর্ঘটনার কারণে এসি কোচে আগুনও লেগে যায় ৷ বারবার ট্রেন দুর্ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ কয়েকদিন কাটতে না-কাটতেই ফের দুর্ঘটনা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.