পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বই পাঠানোর খরচ বাড়বে! 'বুক প্যাকেট সার্ভিস' বন্ধের প্রতিবাদ গৌরবের - INDIA POST BOOK PACKET SERVICE

ভারতীয় ডাক বিভাগের বুক প্যাকেট সার্ভিস বন্ধ করছে কেন্দ্রীয় সরকার ৷ ফলে দেশের বিভিন্ন প্রান্তে বই পাঠাতে অনেক বেশি টাকা খরচ হবে বলে দাবি সাংসদের।

Gaurav Gogoi writes to Jyotiraditya Scindia over Book Packet Service Issue
বুক প্যাকেট সার্ভিস বন্ধ করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখলেন গৌরব গগৈ (ইটিভি ভারত)

By PTI

Published : Jan 1, 2025, 8:30 PM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি: কেন্দ্রীয় সরকার 'বুক প্যাকেট সার্ভিস' বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর ফলে বইয়ের প্রকাশক থেকে পড়ুয়া, বিভিন্ন শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হবেন ! এমতাবস্থায় বিজেপি সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ৷

লোকসভায় কংগ্রেসের ডেপুটি নেতা গগৈ তাঁর সোশাল মিডিয়ায় এই চিঠিটি পোস্ট করেছেন ৷ এক্স হ্যান্ডেলে নেতা লিখেছেন, "অগণিত বই প্রকাশক এবং বইপ্রেমীর জন্য ভারতীয় ডাক বিভাগের সাশ্রয়ী 'বুক প্যাকেট সার্ভিস' একটা ভরসাযোগ্য জীবনীশক্তি ছিল ৷ এটা বন্ধ হয়ে যাচ্ছে ৷ এর ফলে ছোট ছোট প্রকাশক, বইপ্রেমী এবং বিশেষত গ্রামাঞ্চলে অনেকেই সমস্যার সম্মুখীন হবে ৷ আশা করি, সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে এবং সবার কাছে সাহিত্য পৌঁছে দেওয়ার বিষয়টিকে সমর্থন জানাবে ৷"

অসমের এই কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তাঁর চিঠিতে 'বুক প্যাকেট সার্ভিস' বন্ধ করে দেওয়া নিয়ে গভীর দুশ্চিন্তার কথা জানিয়েছেন ৷ 'বুক প্যাকেট সার্ভিস'-এর মাধ্যমে দেশের মধ্যে যে কোনও জায়গায় বই পাঠানো যেত এবং তাতে সাশ্রয় হত ৷ এই সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ এবার থেকে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে বই পাঠাতে আরও বেশি টাকা খরচ করতে হবে ৷

তিনি লিখেছেন, "স্পিড পোস্ট ও রেজিস্টার্ড পোস্টের মতো বিকল্প পরিষেবাগুলির কথা মাথায় রেখে 18 ডিসেম্বর ভারতীয় ডাক বুক প্যাকেট সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ স্পিড পোস্ট ও রেজিস্টার্ড পোস্টে বই পাঠাতে প্রায় 50 শতাংশ বেশি খরচ হবে ৷ এই মূল্যবৃদ্ধির ফলে প্রকাশকরা চ্যালেঞ্জের মুখে পড়বেন ৷ পড়ুয়ারাদেরও সমস্যার মুখোমুখি হবেন ৷ এতে বহু পড়ুয়া বই কিনতে পারবে না ৷" এর ফলে বই পড়ুয়াদের সংখ্য়া কমে যাবে ৷ সাহিত্য বিষয়ে পড়াশোনা করা মানুষের সংখ্যা সীমাবদ্ধ হয়ে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ ৷

তিনি সরকারের কাছে এই সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন ৷ গগৈ লিখেছেন, "আমি আপনাকে অনুরোধ করছি, এখনই এই সিদ্ধান্ত বদলান ৷ যাঁরা সাহিত্য পড়তে ভালোবাসেন তাঁদের জন্য এই সিদ্ধান্ত কঠোর ৷ সবাই যেন বই পড়ার সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে ৷ লক্ষ লক্ষ মানুষ, যাঁরা বই পড়েন, এটা সরাসরি তাঁদের প্রভাবিত করবে ৷ তাঁদের লেখাপড়া, ব্যক্তিগত উন্নতি এবং তাঁদের চারদিকের জগতের সঙ্গে তাঁদের যোগাযোগকে প্রভাবিত করবে ৷"

গৌরব গগৈ চিঠিতে আরও উল্লেখ করেছেন, এতদিন 200 পাতার একটি বই পাঠাতে প্রকাশকদের 20-25 টাকা খরচ করতে হত ৷ এটা ছোটখাটো ব্যবসায়ী, স্বনির্ভর প্রকাশকদের ব্যবসার ভিত্তি ছিল ৷ এমনকী পাতা বেশি হলেও বইগুলি পাঠাতে 30 টাকার কিছু বেশি লাগত ৷ এই প্রসঙ্গে গগৈ বলেন, "এই সুলভ মূল্যের ফলে বইপ্রেমীরা বই কিনতে পারতেন । বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষরা, যেখানে প্রাইভেট কুরিয়ার পরিষেবা হয় পৌঁছায় না, নতুবা তার দাম অনেক বেশি ৷ ডাক পরিষেবায় নতুন পোস্ট অফিস আইন 2023 অনুযায়ী এই পরিবর্তন প্রয়োজনীয়, সেটা বুঝতে পারছি ৷ তাও আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি, ভারতের সর্বত্র ছোটখাটো প্রকাশক এবং পড়ুয়াদের উপর এর প্রভাবের কথা বিবেচনা করে দেখুন ৷"

ABOUT THE AUTHOR

...view details