পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিজেপির মানহানির মামলায় রাহুল গান্ধিকে জামিন বেঙ্গালুরুর বিশেষ আদালতের - Rahul Gandhi

Rahul Gandhi: কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জামিন দিল বেঙ্গালুরুর বিশেষ আদালত ৷ বিজেপির বিরুদ্ধে অবমাননাকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে ৷ সেই নিয়ে মামলা হয় ৷ শুক্রবার সেই মামলাতেই জামিন পেয়েছেন রাহুল গান্ধি ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 1:01 PM IST

বেঙ্গালুরু, 7 জুন: বিজেপির বিরুদ্ধে অবমাননাকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় জামিন পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ শুক্রবার তাঁকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর জনপ্রতিনিধিদের জন্য তৈরি বিশেষ আদালতের বিচারক ৷ 2023 সালে কর্ণাটক বিধানসভা ভোটের সময় রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে ৷ পরে তাঁর বিরুদ্ধে এই নিয়ে মামলা দায়ের হয় ৷ সেই মামলাতেই এ দিন জামিন পেলেন রাহুল গান্ধি ৷

এই মামলার পূর্ববর্তী শুনানির দিন রাহুল গান্ধিকে সশরীরে হাজিরা থেকে ছাড় দিয়েছিল আদালত ৷ তবে তিনি পরবর্তী শুনানিতে হাজির থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ সেই মতো এ দিন তিনি হাজিরও হন ওই আদালতে ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও দুই নেতা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ৷ তাঁরা দু’জনও এই মামলায় অভিযুক্ত ৷

রাহুল গান্ধির আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন নিশান শেট্টি ৷ তিনি রাহুলের জামিনের আবেদন করেন ৷ আদালত সেই আবেদন মঞ্জুর করে ৷ বাকি দু’জনও জামিন পেয়েছেন ৷ ডিকে শিবকুমারকে 75 লক্ষ টাকা মূল্যের সম্পত্তি বন্ড হিসেবে রাখার বদলে জামিন দেওয়া হয়েছে ৷ রাহুল বা সিদ্দারামাইয়ার ক্ষেত্রে কোনও বন্ড রাখতে হয়েছে কি না, সেটা স্পষ্ট নয় ৷ আগামী 30 জুলাই মামলার পরবর্তী শুনানি ৷

কর্ণাটকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক এস কেশব প্রসাদ 2023 সালের 8 মে জনপ্রতিনিধিদের জন্য তৈরি ওই বিশেষ আদালতে এই মামলা দায়ের করেছিলেন ৷ ভোটের সময় বিজেপির ভাবমূর্তি কালিমালিপ্ত করতে বিজ্ঞাপন দিয়েছিল কংগ্রেস, এমনই অভিযোগ তিনি করেছিলেন ৷

উল্লেখ্য়, 2023 সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় দেওয়া একাধিক বিজ্ঞাপনে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলেছিল ৷ তারা দাবি করেছিল, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ পাইয়ে দিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব আড়াই হাজার কোটি টাকা নিয়েছে ৷ মন্ত্রী করার জন্য 500 কোটি টাকা করে নেওয়া হয়েছে ৷ এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কমিশন নেওয়া হয়েছে ৷

2018 সালে কর্ণাটকে কংগ্রেস ও জেডিএস সরকার গড়েছিল ৷ 2019 সালে সেই সরকারের পতন হয় ৷ তখন সরকার গড়ে বিজেপি ৷ 2023 সালে বিজেপি হেরে যায় ৷ জেডিএস-ও বিধানসভা নির্বাচনে প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয় ৷ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ে কংগ্রেস ৷

ABOUT THE AUTHOR

...view details