নয়াদিল্লি, 9 মার্চ: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান পরিদর্শন নিয়ে পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস ৷ প্রধানমন্ত্রীর সফরে নিয়ে কংগ্রেস জানিয়েছে, ঐতিহাসিক ওই জাতীয় উদ্যানটির ক্ষেত্রে জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধি উভয়েরই বিশেষ আগ্রহ ছিল ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ শনিবার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, "আমরা খুশি যে, প্রধানমন্ত্রী আজ (শনিবার) সকালে কাজিরাঙায় অনেকটা সময় কাটিয়েছেন ৷ তাঁর বিভিন্ন ভ্রমণের মধ্যে তিনি একানে যাওয়ার সময় পেয়েছেন ৷" একই সঙ্গে, কাজিরাঙায় যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে নিশানাও করেছে কংগ্রেস ৷ রমেশ লিখেছেন, "কাজিরাঙার বাইরে, ভারতের উত্তর-পূর্বের বিভিন্ন অঞ্চলে ক্রমবর্ধমান অস্থির পরিস্থিতি নিয়ে তাঁর (প্রধানমন্ত্রী) কাছে প্রশ্ন, চীন সীমান্ত পরিস্থিতি, মণিপুর সংকট, পূর্ব নাগাল্যান্ডের পরিস্থিতি এবং অসমে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পুনঃউত্থান, এসবের কী হবে ?"
শুক্রবার থেকে দু'দিনের সফরে অসমে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এদিন কংগ্রেস নেতা বলেন, "গত 19 জুন, 2020-এ সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন একটিও চিনা সৈন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি। চিনকে জনসমক্ষে ক্লিন চিট দিয়ে প্রধানমন্ত্রী নিজের হাত বেঁধে দিয়েছেন ৷ চিনা আগ্রাসনের পরে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। ভারতের মাটিতে পিএলএ সেনারা ভারতীয় নাগরিকদের অপহরণ করার একাধিক ঘটনা ঘটিয়েছে ৷" কংগ্রেস নেতার দাবি, ইটানগরে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন, রাহুল গান্ধি নিখোঁজ তাপোর পুল্লমের পরিবারের সাথেও দেখা করেছিলেন ৷ তাঁকে 2015 সালে পিএলএ অপহরণ করেছিল বলে অভিযোগ। জয়রাম রমেশের অভিযোগ, "মোদিজি, ভুলে গিয়েছেন ? আপনি তখন জনগণের কাছে মিথ্যা কথা বলছিলেন ৷"
অন্যদিকে, মণিপুরে জাতিগত বিরোধ, হিংসার বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী কেন সাধারণভাবে করদাতার অর্থের অপব্যবহার করছেন ? সারাদেশে প্রচারে যেতে পারছেন, কিন্তু এখনও মণিপুরে যাওয়ার সময় পাননি ! তিনি কি ভারতের জনগণ তাঁকে ইম্ফলের টিকিট কেটে দেবে তার জন্য অপেক্ষা করছেন ?" এখানেই শেষ নয়, ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন পূর্ব নাগাল্যান্ডে ইমার্জেন্সি ঘোষণা করেছে ৷ কোনও অনুমতি না দেওয়ার হুমকি দিয়ে এই অঞ্চলে নির্বাচনী প্রচার বা প্রতিদ্বন্দ্বিতা করা থেকে রাজনৈতিক দলগুলিকে হুমকিও দিয়েছে ৷ জয়রাম রমেশ বলেছেন, "সেখানকার পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে ৷ শাসন ব্যাহত করার হুমকিও দিয়েছে ৷" কংগ্রেস নেতা আরও প্রশ্ন করেছেন, "মোদি সরকার পরিস্থিতিকে শান্ত করতে কী পদক্ষেপ নিচ্ছেন ? আমরা দেখেছি মোদি সরকার এর আগে 2015 সালের নাগা চুক্তির সাথে নাগাল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি অস্পষ্ট করে রেখেছিলেন, যা এখনও প্রকাশ করা হয়নি।" (এএনআই)