নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির নিরাপত্তা ইস্যুতে এবার এনডিএ শিবিরের চার নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল কংগ্রেস ৷ দিল্লির তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস কোষাধ্যক্ষ তথা দলের সাধারণ সম্পাদক অজয় মাকেন ৷ বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া, রবনীত সিং বিট্টু, রঘুরাজ সিং এবং শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের নামে অভিযোগ দায়ের হয়েছে ৷
অভিযোগে বলা হয়েছে, বর্তমানে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের আবহে চার এনডিএ নেতার মন্তব্য, রাহুল গান্ধির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ অভিযোগে অজয় মাকেন উল্লেখ করেছেন, উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং রাহুল গান্ধিকে 'দেশের এক নম্বর সন্ত্রাসবাদী' হিসেবে মন্তব্য করেছেন ৷ তিনি আরও জানান, "গত 11 সেপ্টেম্বর তরবিন্দর সিং মারওয়া বিজেপির একটি জনসভায় সরাসরি রাহুল গান্ধিকে হত্যার হুমকি দিয়েছেন ৷ যেখানে তিনি বলেছেন, 'রাহুল গান্ধি সাবধান হয়ে যা ৷ নিজেকে নিয়ন্ত্রণ কর ৷ নয় তো তোর ঠাকুমার মতো অবস্থা হবে তোর' ৷"