পশ্চিমবঙ্গ

west bengal

4 এনডিএ নেতার মন্তব্যে রাহুলের প্রাণ সংশয়ের শঙ্কা ! এফআইআর কংগ্রেসের - Rahul Gandhi

By PTI

Published : Sep 18, 2024, 1:22 PM IST

Congress Files FIR Against NDA Leaders: রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে এনডিএ শিবিরের একাধিক নেতার মন্তব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কংগ্রেস ৷ জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় নির্বাচনী আবহে রাহুল গান্ধির সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্নে এই অভিযোগ করা হয়েছে ৷

Congress Files FIR Against NDA Leaders
4 এনডিএ নেতার মন্তব্যে রাহুলের প্রাণ সংশয়ের শঙ্কা ! এফআইআর কংগ্রেসের (ফাইল চিত্র)

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির নিরাপত্তা ইস্যুতে এবার এনডিএ শিবিরের চার নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল কংগ্রেস ৷ দিল্লির তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস কোষাধ্যক্ষ তথা দলের সাধারণ সম্পাদক অজয় মাকেন ৷ বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া, রবনীত সিং বিট্টু, রঘুরাজ সিং এবং শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের নামে অভিযোগ দায়ের হয়েছে ৷

অভিযোগে বলা হয়েছে, বর্তমানে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের আবহে চার এনডিএ নেতার মন্তব্য, রাহুল গান্ধির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ অভিযোগে অজয় মাকেন উল্লেখ করেছেন, উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং রাহুল গান্ধিকে 'দেশের এক নম্বর সন্ত্রাসবাদী' হিসেবে মন্তব্য করেছেন ৷ তিনি আরও জানান, "গত 11 সেপ্টেম্বর তরবিন্দর সিং মারওয়া বিজেপির একটি জনসভায় সরাসরি রাহুল গান্ধিকে হত্যার হুমকি দিয়েছেন ৷ যেখানে তিনি বলেছেন, 'রাহুল গান্ধি সাবধান হয়ে যা ৷ নিজেকে নিয়ন্ত্রণ কর ৷ নয় তো তোর ঠাকুমার মতো অবস্থা হবে তোর' ৷"

অজয় মাকেন তাঁর অভিযোগে শিবসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের বিরুদ্ধেও হিংসাত্মক ও প্রাণঘাতী হামলার হুমকির কথা উল্লেখ করেছেন ৷ তাঁর অভিযোগ, "রাহুল গান্ধির জিভ যে ব্যক্তি কেটে দিতে পারবে, তাকে 11 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ৷" লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এমন হুমকি কোনওভাবেই হালকাভাবে নিচ্ছে না কংগ্রেস নেতৃত্ব ৷ যা নিয়ে অজয় মাকেন অভিযোগ করেছেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁদের নেতাদের এমন মন্তব্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ৷

অন্যদিকে, রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রবনীত সিং বিট্টু রাহুল গান্ধির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ কংগ্রেসের দাবি, এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে নির্বাচন চলছে ৷ সেখানে রাহুল গান্ধিকে নিয়ে এই ধরনের মন্তব্য, তাঁর প্রাণ সংশয়ের কারণ হতে পারে বলে দাবি মাকেনের ৷ তাঁর আশঙ্কা, এর ফলে নির্বাচনী আবহে অশান্তি সৃষ্টি হতে পারে উপত্যকায় ৷

ABOUT THE AUTHOR

...view details