পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি কংগ্রেসের, মোদিকে নিশানা জয়রামের - Congress on Ladakh Issue - CONGRESS ON LADAKH ISSUE

Congress on Ladakh Issue: লাদাখ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করল কংগ্রেস ৷ তারা লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলল ৷ এই নিয়ে বৃহস্পতিবার কংগ্রেসের নেতা জয়রাম রমেশ জানান, লাদাখের দিকে নজর দিলে ভালো করবেন প্রধানমন্ত্রী ৷

Congress on Ladakh Issue
Congress on Ladakh Issue

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 2:36 PM IST

নয়াদিল্লি, 21 মার্চ: লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলল কংগ্রেস ৷ তাদের আরও বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি নিজের ‘গ্যারান্টি’ দেওয়ার বিষয়টি প্রমাণ করতে চান, তাহলে এটা হতে পারে সঠিক পদক্ষেপ ৷ বৃহস্পতিবার এই নিয়ে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই নিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদিকে ৷ তাঁর বক্তব্য, ভুটানে ‘ছবি তুলতে’ যাওয়ার সফর যখন প্রধানমন্ত্রী বন্ধ রেখেছেন, তখন লাদাখের দিকে নজর দিলে ভালো করতেন ৷

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দু’দিনের ভুটান সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেই সফর পিছিয়ে গিয়েছে ৷ তার প্রেক্ষিতেই লাদাখের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন জয়রাম রমেশ ৷ তাঁর দাবি, মোদি সরকারের আমলাতন্ত্রের ফাঁসে জেরবার লাদাখের মানুষ ৷ তাই গত 3 ফেব্রুয়ারি থেকে তাঁরা সব বন্ধ করে দিয়েছেন ৷ লাদাখের মানুষের ক্ষোভের কথা দেশ ও সারা বিশ্বকে জানাতে আন্দোলনে নেমেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক ৷

তাঁর আরও দাবি, 2019 সালের লোকসভা নির্বাচনে ও 2020 সালের লাদাখ হিল কাউন্সিলের ভোটের ইস্তেহারে লাদাখকে পূর্ণরাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ৷ কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি ৷ এই নিয়ে জয়রাম রমেশের প্রশ্ন, "প্রধানমন্ত্রীর কি তাঁর ‘মোদি কি গ্যারান্টি’ বহাল রাখার কোনও ইচ্ছা আছে ? যদি না হয়, তাহলে কেন তিনি এই প্রতিশ্রুতি দিলেন ? প্রথমবার দায়িত্ব নেওয়ার দশ বছর পরেও কেন এই বিষয়টি এখনও ঝুলে আছে ?"

তাছাড়া অবিভক্ত জম্মু ও কাশ্মীরে বিজেপি-পিডিপি সরকার 2018 সালে ভেঙে যাওয়ার পর লাদাখের কোনও জনপ্রতিনিধি ছিল না ৷ তার পর 2019 সালের 5 অগস্ট লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হল ৷ কেন কেন্দ্র এই সিদ্ধান্ত নিল, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. ভোটের মুখে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে কংগ্রেসকে ‘ভাতে মারার চেষ্টা’, মোদি-শাহের বিরুদ্ধে তোপ রাহুলের
  2. 'চিন লাদাখে আমাদের জমি নিয়ে নিয়েছে', প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলেন রাহুল
  3. লাদাখের সমস্যা সংসদে উত্থাপনের আশ্বাস রাহুল গান্ধির

ABOUT THE AUTHOR

...view details