পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রে আইনের শাসন নেই, বাবা সিদ্দিকীর মৃত্যুতে দাবি রাহুলের

বাবা সিদ্দিকীর হত্যার নিন্দা করেছে কংগ্রেস ৷ ঘটনাটি মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির পতনকে স্পষ্ট করেছে বলে দাবি হাত শিবিরের ৷

RAHUL ON BABA SIDDIQUE MURDER
বাবা সিদ্দিকীর হত্যার নিন্দা করেছে কংগ্রেস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2024, 8:03 PM IST

মুম্বই, নয়াদিল্লি, 13 অক্টোবর: এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যার তীব্র নিন্দা করল কংগ্রেস ৷ এই ঘটনা মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতীকেই আরও স্পষ্ট করেছে বলেও জানিয়েছে তারা ৷

শনিবার অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়েছে ৷ বাবা সিদ্দিক হত্যায় শোক প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধি।

এক্স-হ্যান্ডেলে একটি পোস্টে রাহুল গান্ধি লিখেছেন, "বাবা সিদ্দিকীর মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে তাঁর পরিবারের সঙ্গে আমার গভীর সমবেদনা রয়েছে। এই ভয়াবহ ঘটনা মহারাষ্ট্রের আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতনকেই স্পষ্ট করেছে। সরকারকে এর দায়িত্ব নিতে হবে ৷ ন্যায়বিচার অবশ্যই দিতে হবে।"

রাহুল গান্ধি এবং অন্য কংগ্রেস নেতাদের পাল্টা আক্রমণ করেছে গেরুয়া শিবির ৷ বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেন, "এমন পরিস্থিতিতে রাজনীতি করা খুবই দুর্ভাগ্যজনক ৷ লোকসভার বিরোধী দলনেতার থেকে এমন মন্তব্য কখনও প্রত্যাশিত নয়। এই ধরনের মন্তব্য করার আগে রাহুল গান্ধির উচিত কংগ্রেস ক্ষমতায় থাকা রাজ্যগুলির আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা।"

বিজেপি সাংসদ আরও জানান, বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ড জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ঠিকই তবে রাজ্য সরকার দ্রুত বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। অন্যদিকে, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেন, "বাবা সিদ্দিকীর হত্যা প্রমাণ করে মহারাষ্ট্রে আইনের শাসন নেই। এই ঘটনা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা । ঘটনার দায় নিয়ে দেবেন্দ্র ফডনবিশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত।"

অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "বাবা সিদ্দিকীর মর্মান্তিক মৃত্যুতে মর্মাহত।" এক্স হ্যান্ডেলে খাড়গ লিখেছেন, "ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বর্তমান মহারাষ্ট্র সরকারকে অবশ্যই স্বচ্ছ তদন্তের নির্দেশ দিতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।"

ABOUT THE AUTHOR

...view details