পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্কুল খুললেও বেরোয়নি ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক, মন্ত্রককে নিশানা কংগ্রেসের - Class 6 textbooks

Cong Slams over delay of Text Books: স্কুল খুললেও এখনও আসেনি ক্লাস 6-এর পাঠ্যপুস্তক ৷ শিক্ষামন্ত্রককে নিশানা করে তীব্র আক্রমণ কংগ্রেসের ৷

By PTI

Published : Jul 5, 2024, 2:09 PM IST

Cong slams govt
শিক্ষামন্ত্রককে নিশানা কংগ্রেসের (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 5 জুলাই:ষষ্ঠ শ্রেণীর নতুন পাঠ্যপুস্তক প্রকাশে অতিরিক্ত দেরীর জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করেছে কংগ্রেস ৷ শিক্ষামন্ত্রক শিশুদের শিক্ষার উপরে নাশকতা করছে বলেও অভিযোগ করেছে হাত শিবির।

কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই ইস্যুতে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, "পচন গভীর হয়েছে ৷ অযোগ্যতা প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছচ্ছে।" এক্স-এর একটি পোস্টে তিনি লিখেছেন, "অযোগ্য জাতীয় পরীক্ষা কর্তৃপক্ষের (এনটিএ) মাধ্যমে পরীক্ষা প্রক্রিয়ায় নাশকতার পরে, অজৈবিক প্রধানমন্ত্রীর শিক্ষামন্ত্রক আমাদের শিশুদের শিক্ষার উপরে নাশকতা করছে। যদিও স্কুলের বছর শুরু হয়েছে, তারপরও এনসিআরটি ক্লাস 6-এর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, গণিত এবং সামাজিক বিজ্ঞানের জন্য নতুন পাঠ্যপুস্তক প্রকাশ করতে ব্যর্থ হয়েছে ৷"

তিনি আরও বলেন, "জাতীয় পাঠ্যক্রম কমিটি (এনএসটিসি) দ্বারা পাঠ্যপুস্তকগুলি নিজেরাই চূড়ান্ত করেনি।" রমেশ উল্লেখ করেছেন, "এরপর ছাপাতে আরও 10 থেকে 15 দিন সময় লাগবে।" তিনি দাবি করেন, "হয় পচন গভীর হয়েছে, নয়তো অযোগ্যতা প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে !" শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একটি সভায় নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক (এনসিএফ) অনুসারে স্কুল পাঠ্যপুস্তকের উন্নয়ন পর্যালোচনা করার একদিন পরেই শিক্ষামন্ত্রককে আক্রমণ করেছে কংগ্রেস ৷ এপ্রিল থেকে নতুন পাঠ্যক্রম পড়ানো হওয়ার কথা ছিল এবং এখনও বাজারে না আসা ক্লাস 6-এর পাঠ্যপুস্তক প্রকাশে বিলম্বের পটভূমিতে এই বৈঠক হয়েছিল। ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এর আগে ঘোষণা করেছিল যে, 2024-25 শিক্ষাবর্ষ থেকে ক্লাস 3 এবং 6-এর জন্য নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে।

শিক্ষামন্ত্রকের একজন সিনিয়র আধিকারিক বলেন, "2024-25 শিক্ষাবর্ষের জন্য, 3 এবং 6 শ্রেণিতে নতুন এবং আকর্ষক পাঠ্যপুস্তক চালু করা হবে। পাঠ্যপুস্তক উন্নয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং গ্রেড 3 এবং 6-এর জন্য নয়টি পাঠ্যপুস্তক ইতিমধ্যেই বাজারে রয়েছে ৷" এনসিইআরটি’র প্রাথমিক লক্ষ্য ছিল এনসিএফ 2023-এর উপর ভিত্তি করে নতুন পাঠ্যপুস্তকগুলি শুধুমাত্র এই বছর 3 এবং 6 শ্রেণিতে প্রকাশ করা। তৃতীয় শ্রেণির পাঠ্যপুস্তক বাজারে পাওয়া গেলেও ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক দেরি হয়েছে। এই সপ্তাহেই এনসিইআরটি একাডেমিক সেশনের মাঝামাঝি ক্লাস 6-এর জন্য নতুন ইংরেজি এবং হিন্দি পাঠ্যপুস্তক প্রকাশ করেছে।

(পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details