বিজনোর(উত্তরপ্রদেশ), 16 নভেম্বর: ঘন কুয়াশার কারণে মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে বর ও কনে-সহ সাতজনের ৷ শনিবার সকালে ধামপুরে দেরাদুন-নৈনিতাল জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনাটি ঘটে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোকে ধাক্কা মারে । এতে অটোটি রাস্তার পাশে খাদে পড়ে যায় । দুর্ঘটনায় প্রথমে একই পরিবারের ছ'জনের মৃত্যু হয় । পরে চিকিৎসকাধীন অবস্থায় মৃত্যু হয় গাড়ির চালকেরও । গুরুতর আহত হয়েছেন দু'জন ।
মৃতরা সকলে তিবরি গ্রামের বাসিন্দা ৷ খুরশিদ তাঁর ছেলে বিশালের বিয়ে দিতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন । বিয়ে সেরে ছেলে, বউমা ও পরিবার নিয়ে গ্রামে ফিরছিলেন তিনি । পথে দুর্ঘটনায় মৃত্যু হয় পরিবারের ছ'জনের ৷ মৃতরা হলেন খুরশিদ (65), তাঁর ছেলে বিশাল (25), পুত্রবধূ খুশি (22), মুমতাজ (45), স্ত্রী রুবি (32) এবং মেয়ে বুশরা (10) । অটোতে করে গ্রামের দিকে যাচ্ছিলেন সবাই ।
এসপি অভিষেক ঝা জানান, ধামপুরের দেরাদুন-নৈনিতাল জাতীয় সড়কের নাগিনা মার্গে ফায়ার স্টেশনের কাছে পেছন থেকে আসা একটি গাড়ি অটোকে ধাক্কা মারে । সংঘর্ষের পর অটোটি খাদে পড়ে যায় । ঘটনাস্থলে হইহইকাণ্ড শুরু হয় ৷ এলাকাবাসীরা পুলিশকে খবর দেয় ৷ পুলিশ সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ পথেই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয় । এরপর অটোর চালক আজবেরও মৃত্যু হয় । দুর্ঘটনায় আহত গাড়ির আরোহী সোহেল আলভী ও আমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
দুর্ঘটনার শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের আধিকারিকদের অবিলম্বে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার এবং তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন । সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি ।