পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভীমরাও আম্বেদকরের স্মরণে পদযাত্রা কংগ্রেসের, নেতৃত্বে রাহুল-প্রিয়াঙ্কা - JAI BHIM JAI SAMVIDHAN YATRA

ডঃ আম্বেদকরকে নিয়ে সংসদের শীতকালীন অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছিল ৷ এবার তাঁকে শ্রদ্ধা জানাতে পদযাত্রার আয়োজন করল কংগ্রেস ৷

Cong-Plans Jai Bapu Jai Bhim Samvidhan Yatra
ডঃ আম্বেদকরকে নিয়ে কংগ্রেসের পদযাত্রা (ছবি সৌজন্য: প্রিয়াঙ্কা গান্ধি বঢরার এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2025, 6:12 PM IST

ভোপাল, 7 জানুয়ারি: দিল্লির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে আজই ৷ এদিকে তার আগে সংবিধানের স্থপতি বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে পথে নামছে কংগ্রেস ৷ বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং আরেক সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বঢরার নেতৃত্বে 'জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান যাত্রা' হবে আগামী 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে ৷ ডঃ ভীমরাও আম্বেদকরের জন্মস্থল মধ্যপ্রদেশের মৌ গ্রাম থেকে এই যাত্রার সূচনা হবে ৷

ভীমরাম আম্বেদকরের উদ্দেশে এই পদযাত্রায় অংশ নেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন-সহ তাবড় কংগ্রেস নেতারা ৷ সংসদের শীতকালীন অধিবেশনে সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে বক্তৃতা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ ধুন্ধুমার কাণ্ড বাধে সংসদে ৷ ফৌজদারি মামলা দায়ের হয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ এরপর কংগ্রেসের এই পদযাত্রার কথা সামনে এল ৷

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, ডঃ ভীমরাম আম্বেদকরকে স্মরণে রেখে এই পদযাত্রা হলেও এর নেপথ্যে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচন ৷ 7 জানুয়ারি, নির্বাচন কমিশন ঘোষণা করেছে দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে 5 ফেব্রুয়ারি ৷ ফল ঘোষণা 8 ফেব্রুয়ারি ৷ তাই তার আগে এই পদযাত্রা কিছুটা রাজনৈতিকও ৷

এই পদযাত্রায় কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর নিয়ে মন্তব্যকে ভোটের হাতিয়ার করবে ৷ গত 17 ডিসেম্বর সংসদের উচ্চকক্ষে সংবিধানের 75 বছর পূর্তি বিতর্কে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "এখন এক ফ্যাশন হয়েছে— আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর ৷ এত বার যদি ভগবানের নাম নিত, তাহলে সাত জন্ম স্বর্গবাস হত ৷ একশো বার আম্বেদকরের নাম নেওয়া হয়, কিন্তু আমি বলতে চাই তাঁর প্রতি আপনাদের (কংগ্রেস) অনুভূতি কী ? জওহরলাল নেহরুর সঙ্গে আম্বেদকরের অনেক মতপার্থক্য ছিল ৷ সেই কারণে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি ৷"

আসন্ন দিল্লি নির্বাচনে এই বিতর্কিত বক্তব্যকে অস্ত্র করে মোদি সরকারের বিরুদ্ধে প্রচার করবে কংগ্রেস ৷ সূত্রের খবর, 25 বা 26 জানুয়ারি রাহুল গান্ধি মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছবেন ৷ এরপর সেখানে মৌতে একটি জনসভায় বক্তৃতা করবেন লোকসভার বিরোধী দলনেতা ৷ এই পদযাত্রাতেই কংগ্রেস সাধারণ মানুষের কাছে তুলে ধরবে যে বিজেপি সংবিধানকে অশ্রদ্ধা করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details