নয়াদিল্লি, 31 মার্চ:লোকসভা ভোটের মুখেই কংগ্রেসের বিরুদ্ধে নয়া তামিল অস্ত্রে শান বিজেপির ৷ ভারতের ভূখণ্ডকাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল কংগ্রেস ৷ রবিবার একটি সংবাদ মাধ্যমের রিপোর্টের উদ্ধৃতি করে এমনটাই অভিযোগ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি রীতিমতো জোর দিয়ে জানিয়েছেন, "নতুন তথ্যগুলি প্রকাশ করছে, কীভাবে কংগ্রেস নির্লজ্জভাবে কাচাথিভুকে তুলে দিয়েছে। এটি প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে ৷ জনগণ ফের মনে করছে যে, আমরা কখনই কংগ্রেসকে বিশ্বাস করতে পারি না ৷ 75 বছর ধরে কংগ্রেস ভারতের ঐক্য, অখণ্ডতা এবং স্বার্থকে দুর্বল করার কাজ করে চলেছে ৷"
বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দাবি করেছেন, "কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকারের সিদ্ধান্ত লঙ্কার দ্বারা তামিলনাড়ুর জেলেদের ধরে নিয়ে গিয়ে কারারুদ্ধ করেছিল ৷ কারণ তারা মাঝে মাঝে দ্বীপে ঘুরে বেড়ায় বলে অভিযোগ ছিল ৷ অথচ তাদের রাজ্যের উপকূল থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত ৷" তিনি আরও বলেন, "1975 সাল পর্যন্ত দ্বীপটি ভারতের কাছে ছিল। তামিলনাড়ুর জেলেরা আগে সেখানে যেতেন কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি সরকারের অধীনে ভারত শ্রীলঙ্কার সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিল তাদের তা করতে বাধা দেয় ৷"
সুধাংশু ত্রিবেদীর দাবি, "দুর্ভাগ্যবশত, ডিএমকে বা কংগ্রেস কেউই বিষয়টি উত্থাপন করছে না ৷ তবে মোদি দেশ এবং জনগণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির প্রতি তাঁর প্রতিশ্রুতির কারণেই বলেছেন।" বিজেপি চরম আশাবাদী যে, লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে দ্রাবিড় অঞ্চলে রাজনৈতিক প্রভাব বাড়ানোর প্রচেষ্টায় এই সমস্যাটি অন্যতম প্রধান ইস্যু হবে ৷ কারণ এটি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সঙ্গে জড়িত ৷ যার তামিল নাগরিকদের প্রতি দীর্ঘদিন ধরেই অমানবিক আচরণ করা হয়েছে।