পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কলেজ ছাত্রীকে ট্রেন থেকে ফেলে হত্যা ! ফাঁসির সাজা যুবকের - DEATH SENTENCE

সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দু'বছর পর মিলল রায় ৷ কলেজ ছাত্রীকে ট্রেন থেকে ফেলে খুনে দোষী সাব্যস্ত যুবককে মৃত্যুদণ্ড দিল আদালত ৷

Chennai News
কলেজ ছাত্রীকে হত্যার দায়ে ফাঁসির সাজা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 8:56 PM IST

চেন্নাই, 30 ডিসেম্বর: কলেজ ছাত্রীকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেওয়ার শাস্তি ৷ ঘটনায় তিন বছর কারাদণ্ড ও ফাঁসির সাজা ঘোষণা যুবকের ৷ চেন্নাইয়ের একটি মহিলা আদালত সোমবার অভিযুক্ত সতীশকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ৷ দুই বছর আগে পারাঙ্গিমালাই রেলওয়ে স্টেশনে একটি চলন্ত ট্রেনের সামনে এক কলেজ ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল অভিযুক্ত ।

এই ঘটনার সাজা হিসেবে তিন বছর কারাবাসের পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে আদালত । শুক্রবার সতীশকে দোষী সাব্যস্ত করার পর সোমবার সাজা ঘোষণা করা হয় । মোট 70 জন সাক্ষীকে জেরা ও আদালতে অভিযোগপত্র দাখিলের পর এই রায় ঘোষণা করে আদালত ।

13 অক্টোবর, 2022 সাল ৷ সতীশ নামে এক যুবককে থোরাইপাক্কাম থেকে গ্রেফতার করা হয় ৷ সত্যপ্রিয়া নামক এক কলেজ ছাত্রীকে পারাঙ্গিমালাই রেলওয়ে স্টেশনে চেন্নাই তাম্বারামের দিকে যাওয়া ট্রেনের সামনে ধাক্কা দিয়ে হত্যা করার অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে ।

ঘটনার তদন্ত শুরু করে সিবিসিআইডি ৷ পরবর্তীতে চেন্নাইয়ের আলিকুলামে মহিলা আদালতের বিচারক শ্রীদেবীর সামনে শুনানি হয় । শুনানির সময় সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় । মামলার শুনানিকারী বিশেষ মহিলা আদালত কলেজ ছাত্রীকে হত্যার জন্য সতীশকে দোষী সাব্যস্ত করে এবং রায়দানের জন্য সোমবার দিনটি ধার্য করে ।

বিচারক শ্রীদেবী রায় দেওয়ার সময় সতীশের মৃত্যুদণ্ডের আদেশ দেন ৷ পাশাপাশি উল্লেখ করেন যে, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ আইনের অধীনে তিন বছরের কারাদণ্ডের সাজা শেষ করার পরে তাকে ফাঁসিতে ঝোলানো উচিত ।

সতীশের বিরুদ্ধে অভিযোগ সন্দেহরও অতীত ৷ সব প্রমাণ করেছে পুলিশ । যারা এমন জঘন্য অপরাধ করেছে তাদের প্রতি কোনও দয়া দেখানো যাবে না । দোষী সতীশের মৃত্যুদণ্ডের পাশাপাশি 25,000 টাকা জরিমানাও করা হয়েছে । জরিমানা দিতে ব্যর্থ হলে আরও এক বছরের জেল হবে । এছাড়াও, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইনে, তিন বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে । তা দিতে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড হবে বলে আদেশে বলা হয়েছে ।

এছাড়াও, মৃত সত্যপ্রিয়ার দুই বোন যারা এতদিন গুরুতর মানসিক যন্ত্রণা ভোগ করেছে তাদের আর্থিক সাহায্য করার জন্য তামিলনাড়ু সরকারকে এক মাসের মধ্যে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details