নয়াদিল্লি, 3 অগস্ট: বিএসএফের বড় রদবদল। আচমকাই সীমান্ত রক্ষী বাহিনীর ডিরেক্টর এবং স্পেশাল ডেপুটি রিরেক্টর (পশ্চিম)কে সরিয়ে দেওয়া হল। ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটির তরফে শুক্রবার রাতে এক নির্দেশিকায় এমনই জানানো হয়েছে । বিএসএফের ডিজি পদে ছিলেন নীতিন আগরওয়াল । তাঁর ডেপুটি হিসেবে কাজ করতেন ওয়াই বি খুরানিয়া।
নীতিন 1989 ব্যাচের কেরল ক্যাডেটের অফিসার ছিলেন। গত বছর জুলাই মাসে তাঁকে বিএসএফের দায়িত্বে নিয়ে আসা হয়। অন্যদিকে, খুরানিয়া 1990 ব্যাচের ওড়িশা ক্যাডেটের অফিসার। ভারত-পাক সীমান্তে বাহিনীর কাজ পর্যালোচনা দায়িত্বে ছিলেন খুরানিয়া। এই দু'জনকেই তাঁদের সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্বে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
কিন্তু আচমকাই কেন এত বড় সিদ্ধান্ত নেয়া হল? সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে একের পর এক অনুপ্রবেশের ঘটনা ঘটায় কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছিল। আর তার জেরেই এত বড় সিদ্ধান্ত । তাছাড়া বাহিনীর বিভিন্ন কাজে সমন্বয় রক্ষা করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে বলেও সম্প্রতি অভিযোগ উঠেছিল। সবমিলিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার।
অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম বড় বিপদ বলেই চিহ্নিত হয়ে আসছে। প্রতিবেশী দেশ থেকে মাঝেমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে অনুপ্রবেশে চেষ্টা হয়। পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিরা সীমান্ত হয়ে এদেশে প্রবেশ করে। আবার বাংলাদেশের দিক থেকেও অনুপ্রবেশের ঘটনা ঘটে। সে দিক থেকে বিএসএফের গুরুত্ব অপরিসীম। এখানেই বিভিন্ন মহল মনে করছে অনুপ্রবেশের ঘটনা বাড়ায় কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছিল। পাশাপাশি লাগাতার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছিল। এমনই পরিস্থিতিতে সীমান্ত রক্ষী বাহিনীর দুই শীর্ষ অধিকারীকে আছমকাই সরিয়ে দেয়া হল। এই দুজনের জায়গায় কারা দায়িত্বে আসবেন তা এখনও স্পষ্ট নয়।