পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রাকের সঙ্গে সংঘর্ষে জাতীয় সড়কে ভস্মীভূত গাড়ি, পুড়ে মৃত্যু 3 যুবকের - Truck and Car Collision - TRUCK AND CAR COLLISION

Road Accident in Kurukshetra: হরিয়ানার কুরুক্ষেত্রে বড়সড় পথ দুর্ঘটনা । গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরই গাড়িটিতে আগুন ধরে যায়। এর ফলে পুড়ে মৃত্যু হয় 3 জনের। একজনের অবস্থা আশঙ্কাজনক।

Road Accident in Haryana
জাতীয় সড়কে দুর্ঘটনায় পুড়ে ছাই গাড়ি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 11:07 AM IST

কুরুক্ষেত্র(হরিয়ানা), 9 জুলাই: জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ । আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গাড়িটি ৷ ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে গাড়িতে থাকা তিন যুবকের ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক । তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাত 11টা নাগাদ হরিয়ানার কুরুক্ষেত্রে ৷

জানা গিয়েছে, গাড়ি করে চারজন ঝাজ্জর থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছিলেন । সেসময় কুরুক্ষেত্রের পেহোয়ায় জাতীয় সড়ক 152ডি-তে একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এর ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা চার জনের মধ্যে 3 জনের পুড়ে মৃত্যু হয় ৷ অন্য একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী । দমকলের অনেকক্ষণের চেষ্টায় গাড়ির আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে । পুলিশ গাড়ি থেকে তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে গাড়িতে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি । আহত ব্যক্তিকে প্রথমে চিকিৎসার জন্য পেহোয়ার সরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কুরুক্ষেত্র হাসপাতালে স্থানাস্তরিত করা হয় । পেহোয়া থানার ইনচার্জ সতীশ কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে এবং তাঁর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় ।

পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পুলিশ জানিয়েছে, আগুনের কারণে তিন জন জীবন্ত দগ্ধ হয়েছেন। গাড়িটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে । গাড়ির ভেতর থেকে তিন জনের দেহ বের করে আনা হয়েছে । তিন যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি । প্রাথমিক তদন্তে গাড়িটি ঝাজ্জরের বলে মনে হচ্ছে । তাই ঝাজ্জর পুলিশের সঙ্গেও দুর্ঘটনার বিষয়ে যোগাযোগ করা হয়েছে। যাতে দেহগুলি শনাক্ত করা যায় । পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ।

ABOUT THE AUTHOR

...view details