হায়দরাবাদ, 1 ডিসেম্বর: বাবার দেখানো পথে হেঁটে ইতিহাস গড়লেন ক্যাপ্টেন রিয়া কে শ্রীধরন ৷ তাঁকে 'এভিয়েশন উইংস' পদক দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ৷ কমব্যাট আর্মি এভিয়েশন ট্রেনিং কোর্স-এ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ক্য়াপ্টেন রিয়া কে শ্রীধরন ৷ এর ফলে তিনি যুদ্ধের জন্য নির্মিত হেলিকপ্টার চালানোর ছাড়পত্র পেলেন ৷ মহারাষ্ট্রের নাসিকে কমব্যাট আর্মি এভিয়েশন ট্রেনিং স্কুলের (CATS) অনুষ্ঠানে রিয়াকে এই মর্যাদাপূর্ণ পদক দেওয়া হয় ৷
বাবা ব্রিগেডিয়ার কৌশল শ্রীধরনের পদাঙ্ক অনুসরণ করে এই উচ্চতায় পৌঁছেছেন রিয়া ৷ সেনাবাহিনীতে প্রথমবার লাগাতার দুই প্রজন্ম এভিয়েশন উইংস পদক পেলেন ৷ এর জন্য তাঁকে 11 মাস ধরে লাগাতার কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷ তিনি এখন উচ্চাকাঙ্খী তরুণ প্রজন্মের কাছে একজন রোল মডেল হয়ে উঠেছেন ৷
ভারতীয় সেনাবাহিনীর অধীনে আর্মি ট্রেনিং কম্যান্ড-এর একটি গুরুত্বপূর্ণ উড়ান প্রশিক্ষণ প্রতিষ্ঠান কমব্যাট আর্মি এভিয়েশন ট্রেনিং স্কুল (সিএএটিএস) ৷ 'এভিয়েশন উইংস' পদক পেয়ে ক্যাপ্টেন রিয়া অভিজাত আর্মি এভিয়েশন কোর-এ সুযোগ পেলেন ৷ এরই সঙ্গে যুদ্ধের হেলিকপ্টারের চালক হিসাবে স্বীকৃতি পেলেন ৷
এদিকে ভারতীয় সেনাবাহিনীর অন্তর্গত এই 'আর্মি এভিয়েশন কোর' বয়সে তরুণ, কনিষ্ঠ ৷ কিন্তু নানাবিধ অভিযান পরিচালনার ক্ষেত্রে এর ভূমিকা উল্লেখযোগ্য ৷ আকাশপথে যাতায়াত, নজরদারি, যুদ্ধকালীন সাহায্যে ভারতীয় সেনার এই শাখা গুরুত্বপূর্ণ ৷ সাধারণত পুরুষরাই সেনাবাহিনীতে যোগ দিয়ে থাকেন ৷ এই ধারণা এবার বদলাচ্ছে ৷ দেশের মহিলারাও সেনায় অংশ নিচ্ছেন এবং তাঁরা যে অংশগ্রহণে ইচ্ছুক, ক্যাপ্টেন রিয়ার সাফল্য তাই প্রমাণ করে ৷
'এভিয়েশন উইংস' পাওয়ায় ভারতীয় সেনার সাউদার্ন কমান্ড ক্যাপ্টেন রিয়া কে শ্রীধরনকে শুভেচ্ছা জানিয়েছে ৷ সাউদার্ন কমান্ড-এর তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ তাতে রিয়াকে নিয়ে লেখা হয়েছে, "ক্যাপ্টেন রিয়া কে শ্রীধরন গর্বের সঙ্গে তাঁর বাবা ব্রিগেডিয়ার কৌশল শ্রীধরনের পথ অনুসরণ করেছেন ৷ তিনি নাসিকে সিএটিএস-এর অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এভিয়েশন উইংস অর্জন করেছেন ৷ 11 মাসের কঠিন পরিশ্রমের পর এই সাফল্য পেয়েছেন তিনি ৷ তিনিই প্রথম দ্বিতীয় প্রজন্ম হিসাবে আর্মি এভিয়েশন কোর-এর জায়গা করে নিয়েছেন এবং এই মাইলফলকের কৃতিত্ব পেয়েছেন ৷"