রাজকোট, 29 জুন: দিল্লির পর এবার রাজকোট ৷ ফের ভাঙল বিমানবন্দরের বাইরের একাংশ ৷ বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরের একাংশ ভেঙে একজনের মৃত্যু হয়েছিল ৷ তবে শুক্রবারের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷
রাজকোট বিমানবন্দরের বাইরে যেখানে গাড়ি থেকে যাত্রীরা ওঠা-নামা করেন, সেখানে যে ছাউনি ছিল, তার একাংশই শুক্রবার ভেঙে পড়ে ৷ প্রবল বর্ষণের জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ ভেঙে পড়ার মুহূর্তের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই প্রবল শব্দ হয় ৷ তার পর দেখা যায় বাইরের ছাউনির একাংশ ভেঙে পড়েছে ৷ সঙ্গে সঙ্গে সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ সেখান থেকে সরে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয় ৷ বিমানবন্দর কর্তৃপক্ষ তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করে ৷ নিচে কেউ আটকে পড়েছেন কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হয় ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে ৷