পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কংগ্রেস ক্ষমতায় এলে সিএএ বাতিল করা হবে, দাবি পবন খেরার - সিএএ বাতিল

Pawan Khera on CAA: ক্ষমতায় এলে সিএএ বাতিল করা হবে বলে অসমে দাবি করলেন কংগ্রেস নেতা পবন খেরা ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সরব হন তিনি ৷ পাশাপাশি অসমে হাত শিবির অনেক আসন পাবে বলেও আশা প্রকাশ করেন এই কংগ্রেস নেতা ৷

Pawan Khera
পবন খেরা

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 7:03 PM IST

গুয়াহাটি, 6 মার্চ:কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাতিল করা হবে । অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) মিডিয়া এবং প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা এমনটাই দাবি করেছেন ।

বুধবার গুয়াহাটির রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস নেতা বলেন, "লক্ষাধিক অসমিয়া মানুষের আত্মত্যাগের পর অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছে । কিন্তু এটি সিএএ-র মাধ্যমে লঙ্ঘন করা হচ্ছে । সিএএ-এর মাধ্যমে অসম চুক্তিকে উপেক্ষা করা হয়েছে । আইনটি অসম চুক্তির মাধ্যমে প্রদত্ত 1971 সালের অধিকারগুলিকে লঙ্ঘন করে । 2014 সালের আইন 1971-এর চুক্তিকে মুছে ফেলবে । এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না ।"

8 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসম সফরে গিয়েছিলেন ৷ মোদির সেই সফরের কথা উল্লেখ করে পবন খেরা বলেন, "অসমে কত সম্পত্তি ও জমি মুখ্যমন্ত্রীর পরিবারের কাছে গিয়েছে তা প্রধানমন্ত্রীর দেখা উচিত । গুয়াহাটিতে বসবাসকারী মানুষেরা তাঁদের সম্পত্তি নিয়ে চিন্তিত ৷ কোন কারণে মুখ্যমন্ত্রীর পরিবার জমিগুলি নিয়েছে, প্রধানমন্ত্রীর তাও খতিয়ে দেখা উচিত ৷ সম্পত্তি নিয়ে নেওয়ার ফলে জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।"

অন্যদিকে, ভারত জোড়ো ন্যায় যাত্রার বিষয়ে তিনি বলেন, "রাহুল গান্ধি বিজেপির দশ বছরের অন্যায়ের বিরুদ্ধে দেশব্যাপী ন্যায় যাত্রা করছেন এবং কীভাবে ন্যায়বিচার করবেন তার গ্যারান্টিও দিয়েছেন ।" দেশে এক ঘণ্টায় একজন কৃষক ও দুই যুবক আত্মহত্যা করেছেন বলে তিনি উল্লেখ করেছেন । কংগ্রেস নেতার কথায়, "কংগ্রেস ক্ষমতায় এলে অসমের মুখ্যমন্ত্রীর সমস্ত দুর্নীতির বিচার করা হবে । একইভাবে রিয়েল এস্টেটের ক্ষেত্রেও ন্যায়বিচার করা হবে । মুখ্যমন্ত্রীর সব অন্যায়ের জবাব দিতে হবে । অসমে মুখ্যমন্ত্রীর তৈরি করা ভয়ের পরিবেশ দূর করে কংগ্রেস ন্যায়বিচার করবে ।"

তিনি আরও বলেন, "কংগ্রেস ক্ষমতায় এলে অসমে সিএএ বাতিল করা হবে । সংবিধানের ঊর্ধ্বে কোনও আইন করা যাবে না । কিন্তু বিজেপি সরকার সংবিধান লঙ্ঘন করেছে ।" লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "অসমে কংগ্রেস ভালো ফল করবে । অসমে কংগ্রেস অনেক আসন পাবে । বিজেপির প্রার্থী তালিকা প্রমাণ করে যে লড়াইয়ের অর্ধেক কংগ্রেস জিতে গিয়েছে এবং বাকি অর্ধেকও কংগ্রেস জিতবে ।"

অসমে কংগ্রেসের জয় নিয়ে তিনি বলেন, "এবার কংগ্রেসের জয় নিশ্চিত । বিজেপির ভয়েই অসমের মুখ্যমন্ত্রী বারবার প্রধানমন্ত্রীকে এখানে আমন্ত্রণ জানান । বিজেপি যাই করুক না কেন, এবার অসমের মানুষ কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । কাজিরাঙ্গায় এলে প্রধানমন্ত্রীকে একবার মণিপুরে আসার আহ্বানও জানাই । কারণ মণিপুরও দেশের অংশ ।"

আরও পড়ুন:

  1. কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের খসড়া প্রস্তুত, চূড়ান্ত সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির
  2. বাংলায় জোটে জট ! সিপিএমের সঙ্গে আসন সমঝোতায় দিল্লির কোর্টে বল ঠেললেন অধীর চৌধুরী
  3. 'রাহুল গান্ধিকে ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদি !' দাবি কংগ্রেস নেতার

ABOUT THE AUTHOR

...view details