নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: হাসপাতালগুলির বর্তমান পরিকাঠামোকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার আরও অনেক মেডিক্যাল কলেজ তৈরি করতে চায় ৷ বৃহস্পতিবার 2024-25 আর্থিক বছরের অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই নিয়ে তিনি আরও জানান, এই বিষয়ে একটি কমিটি তৈরি করা হবে ৷ কমিটিই পুরো বিষয়টি খতিয়ে দেখবে ৷
এ দিন লোকসভায় দাঁড়িয়ে নির্মলা সীতারমন বলেন, "অনেক যুবা ডাক্তার হিসাবে যোগ্যতা অর্জনের জন্য উচ্চাকাঙ্ক্ষী । তাঁরা উন্নত স্বাস্থ্যসেবা পরিষেবার মাধ্যমে আমাদের জনগণকে সেবা করতে চান । আমাদের সরকার বিভিন্ন বিভাগের অধীনে বিদ্যমান হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে আরও মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনা করছে । সমস্যাগুলি পরীক্ষা করে প্রাসঙ্গিক সুপারিশ করতে একটি কমিটি গঠন করা হবে ।"
তিনি আরও জানান, যে সার্ভাইকাল ক্যানসার রুখতে 9 থেকে 14 বছর বয়সী বালিকা ও কিশোরীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টিকেও উৎসাহিত করবে সরকার ৷ এছাড়া মা ও শিশুদের স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের জন্য একটি ব্যাপক কর্মসূচির আওতায় আনা হবে বলেও তিনি জানান ৷