গ্যাংটক, 22 ফেব্রুয়ারি: প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা ৷ উত্তর ও পূর্ব সিকিমে বহু রাস্তা ভারী তুষারপাতে বন্ধ রাখা হয়েছে ৷ বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে জানিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও ৷ এর মধ্যে রয়েছে লাচুং ও লাচেনের রাস্তা ৷ আবার নাথু লা এবং টামজের জাতীয় সড়কও রয়েছে তুষারপাতে বন্ধ থাকা রাস্তার তালিকায় ৷
চলতি বছর এই এলাকায় প্রবল তুষারপাতে সব সামাজিক-অর্থনৈতিক কাজকর্ম বন্ধ রয়েছে ৷ এর ফলে সাধারণ মানুষের কাছে রাস্তা দিয়ে যাতায়াত চ্যালেঞ্জ হয়ে উঠেছে ৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, "পশ্চিম হিমালয় অঞ্চলে ঝঞ্ঝার কারণে সিকিমের আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন হয়েছে ৷ ফলত সিকিমের উত্তর ও পূর্ব অংশে ভারী তুষারপাত হয়েছে ৷"
বিআরও আরও জানিয়েছে, সিকিমে হড়পা বানের পর থেকে উত্তর সিকিমের যোগাযোগকারী রাস্তাগুলি বিশেষত লাচেন ভ্যালির রাস্তার প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তবে 18 হাজার 200 ফুট উচ্চতায় অবস্থিত ডোনকায়ালা পাস হয়ে লাচেন ভ্যালিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে ৷ তাদের যোগাযোগের সুবিধার্থে কয়েকটি রাস্তা মেরামত করা হয়েছে ৷