পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আচমকা তুষারপাত সিকিমে, উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করল বিআরও - Sikkim

Road Block due to Snowfall in Sikkim: গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ সিকিমে ৷ হঠাৎ প্রবল তুষারপাতের ফলে রাস্তাগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর মধ্যে যেমন লাচুং ও লাচেনের রাস্তা রয়েছে, তেমনই রয়েছে নাথু লা এবং টামজের জাতীয় সড়কও রয়েছে ৷

ETV Bharat
সিকিমে প্রবল তুষারপাত

By PTI

Published : Feb 22, 2024, 8:27 PM IST

গ্যাংটক, 22 ফেব্রুয়ারি: প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা ৷ উত্তর ও পূর্ব সিকিমে বহু রাস্তা ভারী তুষারপাতে বন্ধ রাখা হয়েছে ৷ বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে জানিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও ৷ এর মধ্যে রয়েছে লাচুং ও লাচেনের রাস্তা ৷ আবার নাথু লা এবং টামজের জাতীয় সড়কও রয়েছে তুষারপাতে বন্ধ থাকা রাস্তার তালিকায় ৷

চলতি বছর এই এলাকায় প্রবল তুষারপাতে সব সামাজিক-অর্থনৈতিক কাজকর্ম বন্ধ রয়েছে ৷ এর ফলে সাধারণ মানুষের কাছে রাস্তা দিয়ে যাতায়াত চ্যালেঞ্জ হয়ে উঠেছে ৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, "পশ্চিম হিমালয় অঞ্চলে ঝঞ্ঝার কারণে সিকিমের আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন হয়েছে ৷ ফলত সিকিমের উত্তর ও পূর্ব অংশে ভারী তুষারপাত হয়েছে ৷"

বিআরও আরও জানিয়েছে, সিকিমে হড়পা বানের পর থেকে উত্তর সিকিমের যোগাযোগকারী রাস্তাগুলি বিশেষত লাচেন ভ্যালির রাস্তার প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তবে 18 হাজার 200 ফুট উচ্চতায় অবস্থিত ডোনকায়ালা পাস হয়ে লাচেন ভ্যালিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে ৷ তাদের যোগাযোগের সুবিধার্থে কয়েকটি রাস্তা মেরামত করা হয়েছে ৷

হঠাৎ এই প্রবল তুষারপাতের ফলে প্রজেক্ট স্বস্তিক অফ বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও-এর 758 বর্ডার রোড টাস্ক ফোর্স দল মোতায়েন করা হয়েছে ৷ এই দলের সঙ্গে ভারী মেশিন রয়েছে ৷ যাতে সীমান্তবর্তী এলাকার রাস্তায় কোনও আচমকা কোনও সমস্যা হলে তার দ্রুত মোকাবিলা করা সম্ভব হয় ৷

এই বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে 758 বিআরটিএফের একটি দল যোগাযোগের পথগুলি খোলা রাখতে বদ্ধপরিকর, যাতে মানুষ বা পণ্য যাতায়াতে অসুবিধে না-হয় ৷ জমে যাওয়ার মতো তাপমাত্রা, অক্সিজেনের অভাব, ঝোড়ো হাওয়া এবং তুষার ঝড় সাহসী বিআরও জওয়ানদের মানসিক জোর দমাতে পারবে না ৷

আরও পড়ুন:

  1. সিকিম দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে 76, নিখোঁজ শতাধিক
  2. জীবন দিয়ে উত্তরবঙ্গকে রক্ষা করে গেলেন দাওয়া লেপচা, তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিকিম
  3. লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি ! তছনছ গোটা উত্তর সিকিম, নিখোঁজ 23 সেনা আধিকারিক

ABOUT THE AUTHOR

...view details