মুম্বই, 25 জুন: পুনের হিট অ্যান্ড রান মামলায় জামিন পেল অভিযুক্ত নাবালক ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল 19 মে, শনিবার মধ্যরাতে পুনে শহরের কল্যাণী নগরে । পার্টি থেকে ফিরছিল 17 বছরের নাবালক ৷ মদ্যপ অবস্থায় সে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ ৷ দামি বিদেশি পোরশে গাড়ি দিয়ে বাইকে থাকা দুই ব্যক্তিকে ধাক্কা মারে অভিযুক্ত ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই তথ্যপ্রযুক্তি কর্মী আনিস দুদিয়া ও তাঁর বান্ধবী অশ্বিনী কস্তারের । মঙ্গলবার পুনের এই হিট অ্যান্ড রান মামলায় বম্বে হাইকোর্ট ওই নাবালককে জামিন দিল ৷
আদালতের নির্দেশ, ওই নাবালককে দ্রুত জামিনে মুক্ত করতে হবে ৷ পাশাপাশি তাকে সরকারি হোমে রেখে পর্যবেক্ষণ করতে হবে ৷ পুলিশি তদন্তে উঠে এসেছে, ওই নাবালক মদ্যপ অবস্থায় বিলাসবহুল পোরশে গাড়িটি চালাচ্ছিল ৷ এই ঘটনায় ওই নাবালক এতদিন একটি সরকারি হোমে ছিল ৷ আজ বিচারপতি ভারতী ডাংগরে এবং মঞ্জুষা দেশপাণ্ডে জুভেনাইল জাস্টিস বোর্ড বা জেজেবি-র নির্দেশ খারিজ করে দিয়েছে ৷
এদিন অভিযুক্ত নাবালকের তরফের আইনজীবী প্রশান্ত পাতিল বলেন, "আমরা আদালতে নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের তিনবার হোমে পাঠানোর বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম ৷ আজ আদালত তার মুক্তির নির্দেশ দিয়েছে ৷" তিনি আরও বলেন, "জুভেনাইল জাস্টিস অ্যাক্টের 12 নম্বর ধারা অনুযায়ী, কোনও নাবালকের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ থাকলে, তার বিরুদ্ধে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বা সিসিপি কার্যকর হবে না ৷ নাবালককে তার কাকিমার হাতে তুলে দেওয়া হবে ৷"
পোরশে গাড়ি দুর্ঘটনায় নাবালকের রক্তের নমুনা বদল করার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ৷ গাড়ি দুর্ঘটনার ন'ঘণ্টা পর নাবালকের রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় ৷ তার রক্ত পরীক্ষা করার জন্য সাসুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ দুর্ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল কি না, তা জানার জন্যই পুলিশ সাসুন হাসপাতালে নাবালকের রক্ত পরীক্ষা করে । কিন্তু নাবালককে বাঁচাতে সাসুন হাসপাতালের সিনিয়র ডাক্তাররা তার রক্তের নমুনা বদল করে দেন বলে অভিযোগ ৷ নাবালকের সঙ্গে অন্য একজনের রক্তের নমুনা পালটে দেওয়া হয়, যিনি মদ্যপান করেননি ৷ এই অভিযোগ দুই চিকিৎসক অজয় টাওয়ারে ও শ্রীহরি হারলারকে গ্রেফতার করে পুলিশ ৷