পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি থেকে কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক, হুমকি ফোন ইন্দিরা গান্ধি বিমানবন্দরে - Kolkata bound flight from Delhi

Bomb threat for Kolkata-bound flight: মঙ্গলবার ভোরে দিল্লি-কলকাতা বিমানে বোমা রাখার হুমকি ফোন আসে দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরে ৷

ETV Bharat
বোমার হুমকি ফোন

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 11:31 AM IST

Updated : Feb 27, 2024, 12:38 PM IST

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: বিমানে বোমাতঙ্ক ৷ মঙ্গলবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা মারার হুমকি ফোন আসে ৷ পরে অবশ্য সেটি ভুয়ো বলে জানা যায় ৷ দিল্লি পুলিশ সূত্রের খবর, ভোর 5.15 মিনিট নাগাদ এই ভুয়ো ফোন আসে আইজিআই বিমানবন্দরে ৷ দিল্লি থেকে কলকাতাগামী একটি বিমানকে ঘিরেই এই হুমকি ফোন বলে জানা গিয়েছে ৷ সকালে বিমানটি আইজিআই বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা ছিল ৷ তার আগেই এই ফোন আসে ৷

দিল্লি পুলিশ জানিয়েছে, ওই ফোনটি আসার পর তা নিয়ে তদন্ত করা হয় ৷ তবে জানা যায়, ফোনটি ভুয়ো ৷ এর আগের মাসে দ্বারভাঙা থেকে দিল্লিগামী বিমানে এরকমই বোমা হুমকি ফোন আসে ৷ তারপর বিমান কর্তৃপক্ষকে সতর্ক করা হয় ৷

বিকেল 5.50 মিনিট নাগাদ দিল্লির আইজিআই বিমানবন্দরের সর্বত্র সতর্কতা জারি করা হয় ৷ স্পাইসজেট সংস্থার বিমান দ্বারভাঙা থেকে দিল্লিতে আসার কথা ছিল ৷ বিমানটি সন্ধ্যা 6.04 মিনিট নাগাদ বিমানবন্দরে অবতরণ করে ৷ যাত্রীদের ওই বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয় ৷ এরপর বিমানটিকে একটি নির্জন জায়গায় আলাদা করে নিয়ে গিয়ে বিমানটিতে তল্লাশি চালানো হয় ৷ পরে তদন্তে উঠে আসে, ওই ফোনটি ভুয়ো ছিল ৷ এই ঘটনায় 20 বছরের এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷

এর আগে 17 ফেব্রুয়ারি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে এক যুবক নিজেকে সন্ত্রাসবাদী বলে চিৎকার করতে থাকেন ৷ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নং 151731-এ বেঙ্গালুরু থেকে লখনউ যাওয়ার কথা ছিল ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রের ৷ সিআইএসএফ কর্মীরা যুবককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে তিনি একজন সন্ত্রাসবাদী । এতে বিমানবন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনা প্রকাশ্যে আসতেই লখনউয়ের এই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ ৷ যদিও পরে জামিনে ছাড়া পান ওই পড়ুয়া ৷

আরও পড়ুন:

  1. দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়ে মিস, ইন্ডিগোর বিমানের ভুলে অবরুদ্ধ রানওয়ে
  2. হুইলচেয়ার না-পেয়ে হাঁটতে গিয়ে হার্ট অ্যাটাক, মুম্বই বিমানবন্দরে মৃ্ত্যু বৃদ্ধ যাত্রীর
  3. সুরক্ষায় ফস্কা গেরো ভিস্তারায় ! দুবাই বিমানের যাত্রীদের নিয়ে বড় 'ভুল' মুম্বই বিমানবন্দরে
Last Updated : Feb 27, 2024, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details