ইম্ফল, 24 ফেব্রুয়ারি:মণিপুরের রাজধানী ইম্ফলে শুক্রবার রাতে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের ৷ শুক্রবার রাতের বিস্ফোরণে খবর পেয়েই ঘটনাস্থলে যান বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দল। প্রাথমিক তদন্তপর্ব শেষে পুলিশ জানায়, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় নেয়নি। কে বা কারা এত রাতে আইইডি বিস্ফোরক রেখে গেল, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন।
শনিবার পুলিশ জানিয়েছে, মণিপুরের ইম্ফলের অন্তর্গত ডিএম কলেজ কমপ্লেক্সে ঘটনাটি ঘটে ৷ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওইনাম কেনেগি নামে একজন 24 বছর বয়সি ব্যক্তি ওই বিস্ফোরণে জখম হন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোন সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এদিকে, কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা ইম্ফলের পশ্চিম জেলার ল্যামফেলপাটে একটি নাগরিক সমাজ সংগঠন ইউনাইটেড কমিটি মণিপুর (ইউসিএম) এর অফিসে আগুন লাগিয়ে দিয়েছে।