পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইম্ফলের রাস্তায় আইইডি বিস্ফোরণ! মৃত এক, গুরুতর জখম আরও 1 - আইইডি বিস্ফোরণ

IED Blast in Imphal: মণিপুর পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ইম্ফলের শহর থানার অন্তর্গত ডিএম কলেজ কমপ্লেক্সে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। তাতে জখম হয়ে মৃত্যু হয় একজনের ৷ ঘটনায় আহত হয়েছেন আরও একজন ৷ হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে।

ইম্ফলের রাস্তায় আইইডি বিস্ফোরণ
IED Blast in Imphal

By PTI

Published : Feb 24, 2024, 10:54 AM IST

ইম্ফল, 24 ফেব্রুয়ারি:মণিপুরের রাজধানী ইম্ফলে শুক্রবার রাতে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের ৷ শুক্রবার রাতের বিস্ফোরণে খবর পেয়েই ঘটনাস্থলে যান বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দল। প্রাথমিক তদন্তপর্ব শেষে পুলিশ জানায়, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় নেয়নি। কে বা কারা এত রাতে আইইডি বিস্ফোরক রেখে গেল, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন।

শনিবার পুলিশ জানিয়েছে, মণিপুরের ইম্ফলের অন্তর্গত ডিএম কলেজ কমপ্লেক্সে ঘটনাটি ঘটে ৷ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওইনাম কেনেগি নামে একজন 24 বছর বয়সি ব্যক্তি ওই বিস্ফোরণে জখম হন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোন সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এদিকে, কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা ইম্ফলের পশ্চিম জেলার ল্যামফেলপাটে একটি নাগরিক সমাজ সংগঠন ইউনাইটেড কমিটি মণিপুর (ইউসিএম) এর অফিসে আগুন লাগিয়ে দিয়েছে।

অন্য আরও একটি ঘটনায়, ইম্ফলের পূর্ব জেলার একটি স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ওই ঘটনায় শনিবার, এক পুলিশ কর্মকর্তা বলছেন, ওই এলাকায় একটি গাড়িও পুড়ে গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরে উত্তপ্ত ছিল মণিপুর। দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত একেবারে চরমে গিয়ে পৌঁছয়। এই সংঘাতে সে রাজ্যে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাসের পর মাস বন্ধ রাখা হয় ইন্টারনেট। এমনকী কার্ফু জারি রাখা হয়েছিল। যদিও সম্প্রতি অশান্তির কালো মেঘ সরিয়ে শান্তি ফিরছে মণিপুরে। যদিও 2023-এর ডিসেম্বরের শুরুতেই মণিপুরের টেংনোপাল এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল। আর তারপর ফের শুক্রবার আইইডি বিস্ফোরণ ঘটে ইম্ফলে ৷

আরও পড়ুন:

  1. ফের অশান্ত মণিপুর, চুরাচন্দপুরে এসপি'র কার্যালয়ে তাণ্ডব! বন্ধ ইন্টারনেট পরিষেবা
  2. মণিপুরে সন্দেহভাজন কুকি জঙ্গিদের হামলায় নিহত পুলিশকর্মী
  3. মণিপুর থেকে মুম্বই 'ভারত ন্যায় যাত্রা' কংগ্রেসের, রাহুলের ডাকে বাংলা-সহ 14 রাজ্যে কর্মসূচি

ABOUT THE AUTHOR

...view details