মুম্বই, 16 জানুয়ারি: বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বাড়িতে ঢুকে চোর সইফ আলি খানকে ছুরি দিয়ে আক্রমণ করেছে বলে জানা গিয়েছে। বর্তমানে সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে । সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
নিজের বাড়িতে ধারালো অস্ত্রের হামলার মুখে পড়তে হল বলিউড অভিনেতা সইফ আলি খানকে । জানা গিয়েছে তাঁর বাড়িতে চুরি করতে ঢুকে অভিনেতার মুখোমুখি পড়ে গিয়ে হামলা করে বসে চোর। সূত্রের খবর, গভীর রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার রাতে মুম্বইয়ে সইফ আলি খানের বাড়িতে এক চোর ঢুকে পড়ে। চোরকে দেখে চিৎকার শুরু করেন সইফের বাড়ির কর্মচারীরা। সে সময় ঘুম ভেঙে যায় সইফ আলি খানের। নিজের ঘর থেকে বেরিয়ে সইফ আলি খান চোরের মুখোমুখি পড়ে যান। ধরা পড়ার ভয়ে চোর সইফ আলি খানকে ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর জখম হয়েছেন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, সইফ আলি খানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর জরুরী চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
সইফ আহত হওয়ার পর বাড়ির পরিচারকরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যেই সুযোগ বুঝে চোর পালিয়ে যায়। এই ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুম্বই পুলিশ এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি দল চোরকে খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।