পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পথ দুর্ঘটনায় প্রাণ গেল পঙ্কজের জামাইবাবুুর, আশঙ্কাজনক বোন - Accident in Jharkhand - ACCIDENT IN JHARKHAND

Jharkahnd Accident: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জামাইবাবুর। বোনের শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক!

Pankaj tripathi
অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 10:39 PM IST

Updated : Apr 20, 2024, 10:52 PM IST

ধানবাদ, 20 এপ্রিল: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বলিউডের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জামাইবাবুর। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রীও। ধানবাদের নিরসা এলকায় 19 নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, অভিনেতার বোন এবং তাঁর স্বামী বিহারের গোপালগঞ্জ থেকে ঝাড়খণ্ডে আসছিলেন। সে সময় তাঁদের গাড়ি একটি ডিভাইডারে ধাক্কা মারে তার জেরেই এই দুর্ঘটনা ।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় প্রাণ গিয়েছে পঙ্কজের জামাইবাবু রাজেশ তিওয়ারি ওরফে মুন্নার। তিনি অভিনেতার বোন সরিতাকে নিয়ে আসছিলেন । ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে যায় । প্রথমে দু'জনকেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মুন্নার মৃত্যু হয় । সরিতার চিকিৎসাও সেখানেই চলছে। জানা গিয়েছে, মুন্না চিত্তরঞ্জনে রেলের চাকরি করতেন । দিন কয়েক আগে ছুটি নিয়ে গিয়েছিলেন বিহারে। গোপালগঞ্জ থেকে সড়ক পথে কর্মস্থলে ফিরছিলেন। তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে । পাশপাশি জাতীয় সড়কের ঠিক যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে বা তার আশপাশে কোথাও সিসিটিভি ক্যামেরা ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে । অতিরিক্ত গতির ফলে এই দুর্ঘটনা ঘটেছে নাকি, এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা।

ইতিমধ্যেই অভিনেতা-সহ তাঁর পরিবারের বাকিদের খবর দেওয়া হয়েছে। কয়েকজন ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এর আগেও গত কয়েকদিনে ধানবাদ এবং তার আশেপাশের এলাকায় বেশ কয়েকটি পথ দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া, সাম্প্রতিককালে দেশের উত্তরাংশেও একই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তার কোনওটিতে মৃত্যু পর্যন্ত হয়েছে। এবার ধানবাদের এই পথ দুর্ঘটনায় ফের কেড়ে নিল আর একটি প্রাণ, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও একজন ।

আরও পড়ুন:

  1. ট্রাকের সঙ্গে সংঘর্ষে, দাউ দাউ করে জ্বলল গাড়ি; ঝলসে মৃত 7
  2. বেঙ্গল কেমিক্যালের কাছে ফুটপাতে উঠে পড়ল গাড়ি, গুরুতর জখম দুই শিশু-সহ 3
Last Updated : Apr 20, 2024, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details