পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিএমডব্লিউ: শিবসেনা নেতার 14 দিনের বিচারবিভাগীয় হেফাজত, এখনও পলাতক ছেলে - BMW hit and run case - BMW HIT AND RUN CASE

BMW hit-and-run case: বিএমডব্লিউ হিট-অ্যান্ড-রান মামলায় 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হল শিবসেনা নেতা রাজেশ শাহকে ৷ তাঁর গাড়ির চালককে একদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ৷ শিবসেনা নেতার ছেলে মিহির এখনও পলাতক ৷

ETV BHARAT
বিএমডব্লিউ মামলায় এখনও পলাতক শিবসেনা নেতার ছেলে (নিজস্ব ছবি)

By PTI

Published : Jul 8, 2024, 7:36 PM IST

মুম্বই, 8 জুলাই: বিএমডব্লিউ হিট-অ্যান্ড-রান মামলায় শিবসেনা নেতা রাজেশ শাহকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল মুম্বইয়ের এক আদালত ৷ দুর্ঘটনার সময় তাঁর ছেলে মিহির শাহ ওই গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ ৷ দুর্ঘটনার পর থেকেই তিনি পলাতক ৷

রবিবার সকালে একটি স্কুটারে ধাক্কা মারে ওই বিএমডব্লিউ ৷ জানা গিয়েছে, স্কুটার আরোহী কাবেরী নাখওয়া (45) ছিটকে গিয়ে পড়েন বিএমডব্লিউয়ের বনেটের উপর ৷ আর তাঁর স্বামী প্রদীপ কোনওক্রমে লাফিয়ে গিয়ে পড়েন রাস্তার উপর ৷ অভিযোগ, দুর্ঘটনার পর গাড়িটি থামাননি চালক ৷ বরং বনেটের উপর ওই মহিলাকে নিয়েই প্রায় 100 মিটার টেনে নিয়ে যাওয়া হয় ৷ এরপর কাবেরীকে রাস্তায় ফেলে পালায় গাড়িটি ৷ এই ঘটনায় প্রাণ গিয়েছে ওই মহিলার ৷ তাঁর স্বামী হাসপাতালে চিকিৎসাধীন ৷

এই মামলায় অপর অভিযুক্ত শাহ পরিবারের চালক রাজঋষি বিদাওয়াত ৷ তাঁকে মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সেউরি কোর্ট) এসপি ভোঁসলে । গাড়িটির মালিক শিবসেনা নেতা রাজেশ শাহ ও দুর্ঘটনার সময় বিলাসবহুল গাড়িতে থাকা বিদাওয়াতকে দুর্ঘটনার পর মিহিরকে পালাতে সাহায্য করার অভিযোগে রবিবার গ্রেফতার করা হয় ৷ সোমবার তাঁদের আদালতে তোলা হয় ।

পুলিশ তিনজনের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেছে ৷ যার মধ্যে হত্যার অভিযোগও আনা হয়েছে ৷ তবে, আদালত উল্লেখ করেছে যে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা 105 রাজেশ শাহের ক্ষেত্রে প্রযোজ্য নয় । পালঘর জেলার ক্ষমতাসীন শিবসেনার নেতা রাজেশ । আদালত ওই রাজনীতিবিদকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে এবং তাঁর ড্রাইভারকে একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে ।

মিহির শাহ এখনও পলাতক এবং পুলিশ তাঁকে গ্রেফতার করতে ছয়টি দল গঠন করেছে । মিহির শাহকে দেশ থেকে পালাতে না দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে একটি লুক আউট সার্কুলারও (এলওসি) জারি করা হয়েছে । (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details