নয়াদিল্লি, 3 মার্চ: বিজেপির 195 প্রার্থীর প্রথম তালিকায় 33 জন বর্তমান সাংসদ স্থান পাননি ৷ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সেখানে পুরনো সৈনিকদের থেকে নতুন মুখগুলিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ৷ গেরুয়া শিবিরের এই রণকৌশল অনেককেই চমকে দিয়েছে ৷ এমনই গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে বিজেপির আসন সংখ্যা এ বার 400 ছাপিয়ে যাবে বলে আশাবাদী দলের কর্মী-সমর্থকরা ৷
প্রথম প্রার্থী তালিকায় বিজেপি অসমের 11টি লোকসভা আসনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে । এর মধ্যে ছয়জন প্রার্থী বর্তমান সাংসদ এবং বাকি পাঁচজন নতুন মুখ । এই দল শিলচর লোকসভা কেন্দ্র থেকে পরিমল শুক্লাবৈধ্যকে প্রার্থী করেছে, 2019 সালের সাধারণ নির্বাচনে রাজদীপ রায় জয়ী হয়েছেন । বর্তমানে বিজেপি সাংসদ হোরেন সিং বে-এর অধীনে থাকা স্বায়ত্তশাসিত জেলা (এসটি) আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী অমর সিং টিসো প্রতিদ্বন্দ্বিতা করবেন ।
রানি ওজার অধীনে থাকা গুয়াহাটি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজুলি কলিতা মেধি । রঞ্জিত দত্ত তেজপুর লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা 2019 সালে পল্লব লোচন দাস জিতেছিলেন । বর্তমান সাংসদ রামেশ্বর তেলিকে বাদ দিয়ে ডিব্রুগড় কেন্দ্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে প্রার্থী করেছে বিজেপি । ছত্তিশগড়ের 11টি আসনে বিজেপি প্রার্থীদের তালিকায় চারটি মুখ নতুন ।
জাঞ্জগির চম্পা (এসসি) আসন থেকে, দলীয় মনোনীত প্রার্থী কমলেশ জাংদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বর্তমান সাংসদ গুহরাম আজগলির পরিবর্তে । রায়পুর থেকে প্রবীণ বিজেপি নেতা ব্রিজমোহন আগরওয়াল মাঠে নামবেন ৷ 2019 সালে এই আসনে জয়ী হয়েছিলেন সুনীল কুমার সোনি । এ রাজ্যের মহাসমুন্দ আসন থেকে বর্তমান সাংসদ চুন্নি লাল সাহুর পরিবর্তে বিজেপি মনোনীত প্রার্থী রূপ কুমারী চৌধুরী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । কাঙ্কের (এসটি) আসনে বর্তমান সাংসদ মোহন মান্ডাভি বিজেপি মনোনীত প্রার্থী ভোজরাজ নাগ ৷
বিজেপি দিল্লির লোকসভা আসনের জন্য পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাঁদের মধ্যে চারজন বর্তমান সাংসদের বদলি । দলটি দুই মেয়াদের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনকে বাদ দিয়ে চাঁদনি চক লোকসভা আসন থেকে প্রার্থী হিসাবে প্রবীণ খান্ডেলওয়ালের নাম দিয়েছে ।
পশ্চিম দিল্লি আসনের জন্য বিজেপি দুই মেয়াদের সাংসদ পারভেশ সাহেব সিং ভার্মা কমলজিৎ সেহরাওয়াতের উপর ভরসা রেখেছে ৷ গেরুয়া শিবির প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁসুরি স্বরাজকে নতুন দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে নাম দিয়েছে, যা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির হাতে রয়েছে ।
দক্ষিণ দিল্লি থেকে রমেশ বিধুরিকে বাদ দিয়ে বিজেপি রামবীর সিং বিধুরিকে প্রার্থী করেছে । বিজেপি গুজরাতের 15টি লোকসভা আসনের জন্য তাদের প্রার্থীদের নাম দিয়েছে, সেখান থেকে পাঁচজন বর্তমান সাংসদকে বাদ দেওয়া হয়েছে ।
বানাসকাঁথা লোকসভা আসন থেকে, বর্তমান সাংসদ প্রভাতভাই সাভাভাই প্যাটেলের পরিবর্তে দলীয় মনোনীত প্রার্থী রেখাবেন হিতেশভাই চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন । আহমেদাবাদ পশ্চিম আসনে, দিনেশভাই কিদারভাই মাকওয়ানা তিন মেয়াদের সাংসদ কিরীট সোলাঙ্কির স্থলাভিষিক্ত হয়েছেন ।