পটনা, 6 জানুয়ারি: ভোররাতে গান্ধি ময়দান থেকে বিহার পুলিশ প্রশান্ত কিশোরকে আটক করে তুলে নিয়ে গেল ৷ জন সূরজের পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে নাকি বিহার পুলিশ চড় মেরেছে বলেও অভিযোগ ৷ সোমবার বিহার পুলিশ ভোর 4টের দিকে 10টি থানার কর্মীদের নিয়ে গান্ধি ময়দানে পৌঁছয়। সেই সময় বিপিএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি বিক্ষোভরত প্রশান্ত কিশোরকে সেখান থেকে হটানোর চেষ্টা করে পুলিশ ৷ তারপরই শুরু হয় ধস্তাধস্তি ৷
এর মাঝেই প্রশান্ত কিশোরকে চড় মারে পুলিশ ৷ অন্তত এমনটাই অভিযোগ তাঁর সমর্থনকারীদের ৷ পাশাপাশি, পুলিশ লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ প্রশান্তের ক্ষুব্ধ অনুগামীদের ৷ বিক্ষোভরত প্রশান্তকে জোর করে অ্যাম্বুলেন্সে তুলে এইমসের উদ্দেশে রওনা দেয় পুলিশ । তবে, সেখানে প্রশান্ত কিশোরকে ভর্তি করাতে পারেননি তারা। বেলা 11টায় তাঁকে দেওয়ানি আদালতে পেশ করা হবে।
এদিন তাঁর পার্টির তরফে এক্সে পোস্ট করে বলা হয়েছে, "গত 5 দিন ধরে বিধ্বস্ত শিক্ষাব্যবস্থা এবং দুর্নীতিগ্রস্থ পরীক্ষার বিরুদ্ধে অনশনে থাকা প্রশান্ত কিশোরকে নীতীশ কুমারের পুলিশ ভোর 4টেয় জোর করে আটক করেছে। তাঁর সঙ্গে বসা হাজার হাজার যুবককে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় ৷"
পটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং বলেন, "হ্যাঁ, গান্ধি ময়দানে ধর্নায় বসে থাকা প্রশান্ত কিশোর এবং তাঁর সমর্থকদের সোমবার সকালে পুলিশ গ্রেফতার করেছে। তাদের এখন আদালতে পেশ করা হবে।" সূত্রের খবর, প্রশান্ত কিশোরকে এদিন পটনায় এইমস-এ নিয়ে যাওয়া হলেও তিনি চিকিৎসা নিতে অস্বীকার করেন। তিনি জানান, বিহার সরকার BPSC পরীক্ষা যতক্ষণ না-বাতিল করবে, ততক্ষণ তিনি অনশন ভাঙবেন না ৷
উল্লেখ্য, বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবি তুলে জন সূরাজের পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর আমরণ অনশন করছেন। বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC)-এর প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মেরও অভিযোগ তুলেছেন তিনি ৷ গত 2 জানুয়ারি থেকে তিনি আমরণ অনশনে শুরু করেছেন পটনার গান্ধি ময়দানে ৷ আজ ছিল তাঁর চতুর্থ দিন ৷