বর্ধমান, 8 জানুয়ারি: নির্জন আশ্রমে থাকেন এক সাধু । তাঁকে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলতে গিয়ে বোকা বনে গেল প্রতারকেরা । তাঁর কাছ থেকে কোনওকিছুই পাওয়া যাবে না বুঝতে পেরে আশীর্বাদ চেয়ে ফোন কেটে দেয় প্রতারকেরা । সাধুও তাদের আশীর্বাদ করে বলেন, তাদের যেন শুভবুদ্ধির উদয় হয় ।
বর্ধমানের পালিতপুর এলাকায় তিব্বতি বাবার আশ্রম । সেই আশ্রমে থাকেন অশোক চক্রবর্তী নামে এক সাধু । ওই আশ্রমে অনেক ভক্তই যাতায়াত করে থাকেন । অনেকে আবার ফোন করে তাঁর সঙ্গে কথাবার্তা বলেন । মঙ্গলবার তাঁর কাছে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে । তার কথোপকথন বলতে গিয়ে অশোক চক্রবর্তী বলেন, "ফোনে বলা হয় আপনার বিরুদ্ধে 17টা এফআইআর হয়েছে । দু'ঘণ্টা পর থেকে আপনার ফোন আর চলবে না । ফোন বন্ধ হয়ে যাবে । পুলিশের পোশাক পরে বসে থাকা এক ব্যক্তি আমাকে অনেক প্রশ্ন করতে লাগল । জিজ্ঞাসা করল আমার ইনকাম কী । আমি চমকে যাই ফোনে এই ধরনের কথা শুনে । আমি বললাম আমি ভিক্ষাও করি না । যারা আসে তারা যা দান করে থাকে, তাতেই আমার দিন চলে যায় । আমার নিজের সম্পত্তি কিছু নেই । যা আছে সেটা লোকের দেওয়া ।"
তিনি আরও বলেন, "এরপর আমাকে ভিডিয়ো কল করে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাতে বলা হয় । তারা বলে মুম্বইয়ের তিলকনগর থানা থেকে ফোন করেছে । আমাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে । আমার নামে অভিযোগ শুনে আমারই হাসি পায় । আমাকে বলতে থাকে কোনও ভয় নেই । যখন বুঝতে পারে আমার কাছে কিছু নেই তখন তারা ফোন কাটার আগে আশীর্বাদ চায় । আমি তাদের শুভবুদ্ধির উদয় হোক বলে আশীর্বাদ করি ।"
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এইভাবেই বিভিন্ন মানুষকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে সাইবার প্রতারণার কাজ চলছে । তাই সকলকেই সচেতন থাকার আবেদন করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ।
কোনও আইনে ডিজিটাল অ্যারেস্ট কি আদৌ সম্ভব ? স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী মোদি