পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 65, গ্রেফতার 11

বিহারে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ এখনও পর্যন্ত 65 জনের মৃত্যু হয়েছে ৷ এক মদ বিক্রেতা-সহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ।

BIHAR HOOCH TRAGEDY
মৃতের সংখ্যা বেড়ে 65 (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 5:56 PM IST

পটনা, 19 অক্টোবর: বিহারে বিষমদ-কাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ বিষমদ-কাণ্ডে এখন পর্যন্ত অন্তত 65 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ যার মধ্যে সিওয়ানে 48 জন, সরনে 15 জন এবং গোপালগঞ্জে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্য সরকার নিশ্চিত করেছে, ছাপড়া এবং সিওয়ান জেলার 16টিরও বেশি গ্রামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 37। আধিকারিকরা জানিয়েছেন, আরও 100 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষমদ কাণ্ডে তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) রজনীকান্ত নামে সিওয়ানের এক মদ বিক্রেতা-সহ 11 জনকে গ্রেফতার করেছে। সিটের অফিসাররা পটনা, সরন এবং মুজাফ্ফরপুরে অভিযান চালিয়ে অবৈধ মদের ডিস্টিলারিও বের করেছে ৷ একই সঙ্গে কয়েক হাজার লিটার দেশি মদও বাজেয়াপ্ত করা হয়েছে।

বিহার সরকার 2016 সালে রাজ্যে মদের উপর নিষেধাজ্ঞা জারি করে ৷ তারপরও অবশ্য বেআইনি মদের বিক্রি অব্যাহত রয়েছে। এই মৃত্যু মিছিলের পর ফের সেই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠছে। অনেকেই দাবি করেছেন, অবৈধ মদের ব্যবসার ফলে রাজ্যের 20 হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। সিওয়ানের অন্তত 10টি গ্রামে গিয়ে দেখা গিয়েছে, সেখানে মদ অত্যন্ত সহজলভ্য। স্থানীয়দের দাবি, বর্তমান পরিস্থিতিতে কালো বাজারি হচ্ছে মদ ৷ এমনকী প্রতিবেশী রাজ্য থেকেও মদ আনা হচ্ছে ৷ তথ্য অনুযায়ী, 2016 সাল থেকে মদ নিষিদ্ধ হওয়ার পর রাজ্যে 500 জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।

NCRB পরিসংখ্যান বলছে, 2016 সালে কমপক্ষে 156 জন, 2018 সালে 9 জন, 2021 সালে 90 জন, 2022 সালে 100 জনের বেশি, 2023 সালে 35 জনের মৃত্যু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details