পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের জামিনের আর্জি খারিজ, ষড়যন্ত্রের অভিযোগ আপ নেতার - Arvind Kejriwal - ARVIND KEJRIWAL

Arvind Kejriwal Bail Plea in Delhi High Court: মঙ্গলবার ইডি-র পক্ষেই রায় দিল দিল্লি হাইকোর্ট ৷ নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট ৷ তাই জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 2:59 PM IST

Updated : Jun 25, 2024, 11:04 PM IST

নয়াদিল্লি, 25 জুন: জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ মঙ্গলবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট ৷ আম আদমি পার্টি বা আপ হাইকোর্টে এই রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে বলে জানিয়েছে ৷

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবগারি দুর্নীতি মামলায় সিবিআই তিহাড় জেলেই অরবিন্দ কেজরিওয়ালের বয়ান রেকর্ড করেছে ৷ সিবিআই তাঁকে আদালতে পেশ করার অনুমতিও পেয়েছে ৷ আগামিকালই দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করা হবে ৷

এদিকে আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং সোশাল মিডিয়ায় দাবি করেছেন, "অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টে জামিন পাবেন ৷ এর 100 শতাংশ সম্ভাবনা রয়েছে ৷ এই অবস্থায় আমরা সূত্রে জানতে পেরেছি, কেন্দ্র দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো মামলা করে তাঁকে সিবিআই দিয়ে গ্রেফতার করার চক্রান্ত করছে ৷ পুরো দেশ এটা দেখছে ৷"

গত 20 জুন রাউস অ্যাভিনিউ কোর্ট আপের জাতীয় আহ্বায়ক কেজরিওয়ালের জামিনের আবেদন মঞ্জুর করে ৷ তাঁকে 1 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় ৷ গত 21 মার্চ দিল্লির সরকারি বাসভবন থেকে আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি ৷ এদিন আদালতে এই মুখ্যমন্ত্রীর এই জামিনের তীব্র বিরোধিতা করে স্থগিতাদেশ চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ কিন্তু তা খারিজ করে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে দিল্লির নিম্ন আদালত ৷

পরদিন অর্থাৎ 21 জুন সকালে এই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানায় ইডি ৷ এদিন হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিনে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে ৷ ইডির বক্তব্য না-শোনা পর্যন্ত জামিন পাবেন না অরবিন্দ, জানায় আদালত ৷ শুনানি শেষে রায়দান স্থগিত রাখে দিল্লি হাইকোর্ট ৷ সোমবার এই রায়দান স্থগিত রাখা নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করে আপ ৷

এরপর 25 জুন, মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষেই রায় দিল আদালতের অবকাশকালীন বিচারপতি সুধীর কুমার জৈনের বেঞ্চ ৷ আদালত জানায়, অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করার সময় নিম্ন আদালত ইডির পেশ করা তথ্য ভালো করে খতিয়ে দেখেনি ৷ বিচারপতি আরও জানান, ইডিকে তার সওয়াল পেশের জন্য যথেষ্ট সুযোগও দেয়নি নিম্ন আদালত ৷

এদিকে দিল্লি হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে আপ ৷ দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, "হাইকোর্টের বেঞ্চ নিম্ন আদালতের যে রায় ওয়েবসাইটে আপলোড হয়নি, তাতে স্থগিতাদেশ জারি করেছে ৷ হাইকোর্ট নিয়ে আমাদের কোনও আশা নেই ৷ আমরা উচ্চ আদালতে যাব ৷"

Last Updated : Jun 25, 2024, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details