হায়দরাবাদ, 27 অগস্ট: কলেরার ওরাল ভ্যাকসিন আনল ভারত বায়োটেক ৷ বর্তমানে ওরাল কলেরা ভ্যাকসিনের বিশ্বব্যাপী চাহিদা বার্ষিক 10 কোটি ডোজ ছাড়িয়ে গিয়েছে । এই চাহিদার কথা কথা মাথায় রেখেই ভারত বায়োটেকের এই সিদ্ধান্ত নিয়েছে ৷ মঙ্গলবার সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান বাজারে কলেরার ওরাল ভ্যাকসিনের আনার কথা জানান ৷ তিনি এও জানান, ভুবনেশ্বর ও হায়দরাবাদের ইউনিটে বছরে এই HILLCHOL একক-স্ট্রেন ওরাল কলেরা ভ্যাকসিন (OCV)-টির 20 কোটি ডোজ উৎপাদনের ক্ষমতা রয়েছে ৷
বর্তমানে, শুধুমাত্র একটি প্রস্তুতকারক সংস্থা বিশ্বব্যাপী ওরাল কলেরা ভ্যাকসিন সরবরাহ করে ৷ কিন্তু, তাতেও বার্ষিক 4 কোটি ডোজের ঘাটতি রয়ে যায়। বিশ্বে ওরাল কলেরা ভ্যাকসিনের এই ঘাটতি কমানোর জন্য ভারত বায়োটেক হায়দরাবাদ এবং ভুবনেশ্বরে 20 কোটিরও বেশি HILLCHOL-এর ডোজের উৎপাদনে জোর দেওয়া হবে ৷ উল্লেখ্য, কলেরা প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা হলেও, 2021 সাল থেকে বিশ্বব্যাপী কলেরা আক্রান্ত রোগীদের মৃত্যু বেড়েই চলেছে । 2023 সালের প্রথম থেকে এই বছরের মার্চ পর্যন্ত, বিশ্বের 31টি দেশে 8 লক্ষ 24 হাজার 479 জন কলেরা আক্রান্ত হয়েছেন এবং 5 হাজার 900 জনের মৃত্যু হয়েছে ৷