বেঙ্গালুরু, 28 সেপ্টেম্বর:কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল বিশেষ জনপ্রতিনিধি আদালত ৷ নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগে নির্মলা এবং অন্যদের বিরুদ্ধে শুক্রবার এফআইআর-এর নির্দেশ দেয় বেঙ্গালুরুর স্পেশাল কোর্ট অফ রিপ্রেজেন্টেটিভস ৷
নির্বাচনী বন্ডের মাধ্য়মে ভয় দেখিয়ে টাকা তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ স্পেশাল কোর্ট অফ পিপল'স রিপ্রেজেন্টেটিভস-এ এই অভিযোগ জানিয়েছিলেন আদর্শ আইয়ার ৷ তিনি জনধিকার সংঘর্ষ পরিষদ-এর (জেএসপি) সহ-সভাপতি ৷ শুক্রবার এই মামলার শুনানিতে আদালত তিলক নগর থানাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় ৷
গত এপ্রিলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করে জনাধিকার সংঘর্ষ পরিষদ ৷ সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, ইডির আধিকারিক, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, বিজেপির জাতীয় স্তরের নেতা এবং কর্ণাটকের তৎকালীন বিজেপি সভাপতি নলীন কুমার কাটিল, বিওয়াই বিজয়েন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছিল জেএসপি ৷